Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

করোনায় নাজুক অবস্থা হয় মানসিক স্বাস্থ্যের : হু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০২০, ১২:০৫ এএম

শনিবার ছিল বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘সবার জন্য মানসিক স্বাস্থ্য : অধিক বিনিয়োগ-অবাধ প্রবাহ’। করোনা পরিস্থিতির কারণে এবার ভার্চুয়াল মাধ্যমে দিবসটির বিভিন্ন কর্মস‚চি পালিত হয়। নভেল করোনাভাইরাসে আক্রান্ত রোগী কিংবা যারা করোনা জয় করেছে, তাদের সবার মানসিক স্বাস্থ্যের ওপর এই রোগটি প্রভাব ফেলতে সক্ষম হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও, হু) বলছে, করোনায় সবচেয়ে নাজুক অবস্থা হয় মানসিক স্বাস্থ্যের। আবার যারা করোনায় আক্রান্ত হয়নি, তারাও কোনো না কোনোভাবে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমন পরিস্থিতির মধ্যে শনিবার পালন করা হয় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। দিবসটি সামনে রেখে তিন দিন আগে ডব্লিউএইচও বৈশ্বিক এক প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে বলা হয়, বিশ্বজুড়েই মারাত্মক সংকটে পড়েছে মানসিক স্বাস্থ্য। করোনার কারণে সব বয়সী মানুষ মানসিকভাবে বিপদগ্রস্ত হচ্ছে। বার্তা সংস্থা জানায়, ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানির ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে ডব্লিউএইচওর তত্ত্বাবধানে পরিচালিত সাম্প্রতিক জরিপে দেখা গেছে, ৬৯ শতাংশ মানুষ যেকোনো রোগের শুরুর দিকে মানসিক কষ্টে পড়ে যান। তা ছাড়া করোনাকালে সামাজিক দূরত্ব মানতে গিয়েও মানসিক সমস্যায় ভুগছে বহু মানুষ। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হু

১৯ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ