Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নগ্ন হয়ে ভোটের প্রচারণায় মার্কিন তারকারা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০২০, ৩:১২ পিএম

আগামী মাসের শুরুতেই যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। এ নিয়ে উত্তেজনায় ফুটছে গোটা আমেরিকা। এর মাধ্যেই পোস্টাল ব্যালটের পক্ষে নিজেদের টপলেস ভিডিও শেয়ারের মাধ্যমে প্রচারণা শুরু করেছেন হলিউড সেলিব্রিটি থেকে টিভি তারকাদের অনেকে। কিন্তু পোস্টাল ব্যালটের জন্য তারকারা টপলেস হচ্ছেন কেন?

করোনা মহামারির জেরে এবার মার্কিন যুক্তরাষ্ট্রে ভোট গ্রহণের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা হয়েছে। ব্যালট পেপার ছাড়াও থাকছে ভোটারের নাম, ঠিকানা লেখা খাম এবং ভোট কেন্দ্রের ঠিকানা লেখা আরও একটি খাম। ব্যালটে প্রার্থী নির্বাচন করে সেটি ভোটারের নাম, ঠিকানা লেখা খামে ভরতে হবে। তার পর সেই খামটিকে ভোট কেন্দ্রের ঠিকানা লেখা খামে ভরে পোস্ট করতে হবে। এই ব্যবস্থা নিয়ে পেনসিলভেনিয়ার এক আদালত রায়ে বলেছে, যদি ভোটারের নাম ঠিকানা লেখা খামটি ভিতরে না থাকে তবে সেটিকে ‘ন্যাকেড ব্যালট’ বা নগ্ন ব্যালট হিসাবে গণ্য করা হবে। ভোটটি বৈধ বলে গ্রাহ্য হবে না।

এই নির্দেশের পরই আসরে নামেন বেশ কয়েকজন তারকা। যাতে একটি ভোটও ন্যাকেড ব্যালট হয়ে নষ্ট না হয় তার জন্য প্রচার শুরু করেছেন তারা। সেই প্রচারের অঙ্গ হিসাবে অনেকেই টপলেস হয়ে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন। আর সেই টপলেস হওয়ার তালিকায় রয়েছেন, হলিউড স্টার মার্ক রাফালো, ক্রিস রক, জোস গাড, সুপার মডেল নাওমি ক্যাম্পবেল, অভিনেত্রী এমি সুমার, স্ট্যান্ড আপ কমেডিয়ান সারা সিলভারম্যান, টক শো হোস্ট চেলসি হ্যান্ডলা সহ আরও কয়েক জন।

এই সেলিব্রিটিরা ভোটারদের উদ্দেশে বার্তা দিচ্ছেন, সঠিক ভাবে ব্যালট পোস্ট করতে, যাতে একটি ভোটও নগ্ন ব্যালটের কারণে নষ্ট না হয়। আর যারা ব্যালট পেয়ে গিয়েছেন, তাদের সেটি নিয়ে বসে না থেকে ভোট দিয়ে পোস্ট করে দেয়ার আবেদনও করেছেন ‘নগ্ন’ সেলেবরা। আগামী মাসে এই ব্যালট গোনা হবে। সূত্র: ডেইলি বিস্ট।



 

Show all comments
  • Jack Ali ৯ অক্টোবর, ২০২০, ৮:০৭ পিএম says : 0
    What is the definition of Civilisation??????????????????????
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ