Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হরিয়ানায় গাড়িতে জীবন্ত পুড়িয়ে মারা হলো ব্যবসায়ীকে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০২০, ১০:৫৭ এএম

ভারতের হরিয়ানায় এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা লুট করে তার গাড়িতে আগুন ধরিয়ে হত্যা করা হয়েছে। গত মঙ্গলবার রাজ্যটির হিসার শহরে এই ঘটনা ঘটে বলে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে।
ভয়ঙ্কর ঘটনাটি বিজেপি শাসিত হরিয়ানার হিসারে। রাম মেহের নামে এক ব্যবসায়ী দাতা গ্রাম থেকে ভাটলা-দাতা সড়ক ধরে রাতে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। তাঁর সঙ্গে ছিল ১১ লাখ টাকা।
পুলিশ জানিয়েছে, রাস্তায় ডাকাতরা তাঁর গাড়ি আটকিয়ে ১১ লাখ টাকা লুট করে। এরপর রাম মেহেরকে ভিতরে রেখেই গাড়ি বন্ধ করে দেয়া হয়। তারপর আগুন ধরিয়ে দেয়া হয় গাড়িতে। রাম মেহের জীবন্ত দগ্ধ হয়ে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পোড়া মৃতদেহ উদ্ধার করে।
গাড়ির নম্বরপ্লেট থেকে খোঁজ করে ৩৫ বছর বয়সী রাম মেহেরের আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, হিসারের একটি ব্যাংক থেকে ১১ লাখ টাকা তুলে তিনি দাতা গ্রামে যাচ্ছিলেন। তাঁর ডিসপোসেবল কাপ-প্লেট বানাবার কারখানা ছিল।
উত্তর প্রদেশের মীরাট ও মুজফফরনগরের সাথে জড়িত হয়েছে বহু গাড়ি চুরির ঘটনা। শুধু তাই নয়, উত্তর ভারতের অন্যান্য শহরে গাড়ি চুরির ঘটনার তদন্ত থেকে উঠে এসেছে এই দুই শহরের দাগী আসামীদের নাম।
এ ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। অজানা অপরাধীদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। সূত্র : এনডিটিভি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ