Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাইডেনের সাথে দ্বিতীয় বিতর্কে অংশ নেবেন না ট্রাম্প

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০২০, ৭:১৫ পিএম

ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের মধ্যে দ্বিতীয় বিতর্কটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছিল আয়োজক কর্তৃপক্ষ ‘দ্য কমিশন অন প্রেসিডেন্সিয়াল ডিবেটস’। তবে এই বিতর্কে অংশগ্রহণ করবেন না বলে বৃহস্পতিবার জানিয়ে দিয়েছেন ট্রাম্প।

ট্রাম্প বলেছেন, ‘করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার বিরুদ্ধে সতর্কতা হিসাবে যদি এই বিতর্ক ভার্চুয়ালি আয়োজিত হয়, তবে তিনি সেই বিতর্কে অংশ নেবেন না।’ আগামী বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুই প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে বিতর্কের এই দিনক্ষণ আগেই ঠিক ছিল। তবে প্রথম বিতর্কের পর করোনায় আক্রান্ত হন ডোনাল্ড ট্রাম্প। এর পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অবশ্য তিনদিন হাসপাতালে থেকে তিনি এখন হোয়াইট হাউসে থেকেই চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যেই দ্বিতীয় বিতর্ক ভার্চুয়ালি আয়োজন করার সিদ্ধান্তের কথা জানানো হয়। তাতেই আপত্তি জানান ট্রাম্প। বৃহস্পতিবার ফক্স বিজনেসের সাথে টেলিফোন সাক্ষাৎকারে তিনি বলেন, ‘না আমি ভার্চুয়াল বিতর্কে আমার সময় নষ্ট করব না।’ তার পরিবর্তে জনসভা করবেন বলে তিনি জানিয়েছেন।

দ্য কমিশন অন প্রেসিডেন্সিয়াল ডিবেটস ১৫ অক্টোবরের বিতর্ক ভার্চুয়ালি হবে বলে এর আগে ঘোষণা দিয়ে জানায়, জড়িত সবার স্বাস্থ্য ও সুরক্ষা রক্ষার জন্যই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে ট্রাম্প ও বাইডেন উভয়ের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, কমিশন তাদের সাথে পরামর্শ না করে একতরফাভাবে কাজ করেছে। সূত্র: ব্লুমবার্গ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্কিন নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ