Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে দলিত বিধায়কের সঙ্গে উচুঁজাতের মেয়ের বিয়ে : তোলপাড়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০২০, ১২:৫৬ পিএম

ভারতে নিম্ন বর্ণ আর উচ্চ বর্ণ হিন্দুদের মধ্যে বিয়ে নিষেধ। তবে মাঝে মধ্যে এর ব্যতিক্রম ঘটলে শুরু হয়ে যায় হৈই চৈই।

হাথরাসে দলিত তরুণীকে ধর্ষণ ও পরবর্তীতে মৃত্যু নিয়ে তোলপাড় চলছে ভারতে। এ ঘটনায় দায়ী করা হয়েছে উচ্চ বর্ণের পুরুষদের। যেখানে কাজ করেছে জাতিগত বিদ্বেষ। অসম বর্ণে বিয়ের জেরে সেই একই বিদ্বেষ দেখা গেল তামিলনাড়ুতে।

১৯ বছরের এক ব্রাহ্মণ কন্যাকে ‘ফুসলিয়ে’ বিয়ে করার অভিযোগ উঠেছে দলিত বিধায়কের বিরুদ্ধে। অথচ তাদের বিয়েতে আইনগত কোনো বাধা ছিল না।

বিয়ের আগে মেয়েকে অপহরণ করা হয়েছিল বলেও দাবি কনের বাবার। দ্রুত প্রশাসন এ বিষয়ে হস্তক্ষেপ না করলে আত্মহত্যার হুমকি দিয়েছেন তিনি।

তামিলনাড়ুর কাল্লাকুরিচির বিধায়ক এ প্রভু জানান, মাস চারেক আগে লকডাউনের মধ্যেই হবু স্ত্রীর সঙ্গে পরিচয়। বেশ কিছুদিন মেলামেশার পর তারা বিয়ে করার সিদ্ধান্ত নেন। বিয়ের আগে প্রভু মেয়েটির বাবার কাছে অনুমতি চাইতে চান। যিনি কিনা জাতিতে ব্রাহ্মণ এবং স্থানীয় এক মন্দিরের পুরোহিত, তিনি এই বিয়েতে রাজি ছিলেন না।

অগত্যা কনের পরিবারের অনুমতি না নিয়েই বিয়ে করেন প্রভু। দলিত বিধায়কের আশা, ধীরে ধীরে শ্বশুরের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে।

কনের বাবা স্বামীনাথনের দাবি আবার আলাদা। তিনি বলছেন, ওই বিধায়ক জোর করে ও ফুসলিয়ে মেয়েকে বিয়ে করেছেন। মেয়ে নাবালিকা থাকাকালে প্রেমের ফাঁদে ফাঁসিয়েছিলেন প্রভু। এত দিন অপেক্ষা করছিলেন মেয়েটির সাবালক হওয়ার। উনিশে পা দিতেই জোর করে বিয়ে সেরে ফেলেছে বিধায়ক।

আরও অভিযোগ, বিয়ের বেশ কয়েক দিন আগে তার মেয়েকে অপহরণ করেন প্রভু। যদিও বলছেন, ছেলে দলিত হওয়াটা তার আপত্তির কারণ নয়। আপত্তির কারণ, বরের বয়স ৩৬ ও কনের ১৯।

প্রভুর শাস্তি দাবি করে তামিলনাড়ু পুলিশকে হস্তক্ষেপ করতে অনুরোধ করেছেন কনের বাবা। পুলিশ যদি হস্তক্ষেপ না করে, তবে আত্মহত্যারও হুমকি দিয়েছেন ওই পুরোহিত।

স্বামীনাথনের দাবি পুলিশ মানেনি। উল্টো তার বিরুদ্ধেই আত্মহত্যার চেষ্টার মামলা দায়ের করেছে। 



 

Show all comments
  • জাহাঙ্গীর আলম ১০ অক্টোবর, ২০২০, ৯:১৬ এএম says : 0
    মেয়ের সমস্যা না হলে বাবার আপত্তি কিসের আর কেন সামাজিক ধর্মীয় ভেদাভেদ থাকবে বিয়েতে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ