Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আগুন দিয়েছে প্রতিপক্ষ রোহিঙ্গারা

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০২০, ১১:৪৪ পিএম

উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে বিবাদমান রোহিঙ্গা গ্রুপের লোকজন প্রতিপক্ষের শেডে আগুন জ্বালিয়ে দিয়েছে বলে খবর পাওয়া গেছে।

গত সপ্তাহব্যাপী গুলাগুলি- সংঘর্ষে ৮ জন নিহত হয় এই ক্যাম্পে। আহত হয় আরো শতাধিক নারী পুরুষ।

একারণে অস্থিরতা বিরাজ করছিল রোহিঙ্গা কয়াম্পে। থমথমে অবস্থায় বুধবার রাতে আগুন জ্বলতে দেখাগেছে রোহিঙ্গা ক্যাম্পে।

তাৎক্ষণিকভাবে এব্যাপারে বিস্তারিত জানা নাগেলও কুতুপালং রেজিস্ট্রার ক্যাম্পের সি-ব্লকে প্রতিপক্ষের রোহিঙ্গারা আগুন দিয়েছে বলে খবর পাওয়া গেছে।



 

Show all comments
  • Mohammad Alam ৮ অক্টোবর, ২০২০, ৮:২৩ এএম says : 0
    রোহিঙ্গা শরনার্থীদের বুকের স্পর্ধা এত বেড়ে গেছে যে, তারা অন্য কাউকে মানুষ ই মনে করছেনা। যার একমাত্র কারণ খাওয়া-দাওয়ার রোজগার করার কোনো টেনশন তাদের ভিতরে নেই ।শরীরের চর্বি জমে গেছে,যার জন্যই অকারনে ঝামেলায় জড়িয়ে পড়ে। তাই সরকারের কাছে অনুরোধ করব এদেরকে খাদ্য সামগ্রী কমিয়ে দিতে হবে। দু'বেলা দু'মুঠো কোনরকম কে বাঁচার মতো ব্যবস্থা করতে হবে । যেমন মালয়েশিয়ার জেলখানার মতো কোনো রকম খেয়ে বাঁচে। তখন আর কোন নারী বাজি ধর্ষন সন্ত্রাস লুটপাট কিছু করার ক্ষমতা থাকবে না।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোহিঙ্গা ক্যাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ