বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ধর্ষণের শাস্তি যাবজ্জীবন থেকে মৃত্যুদন্ড, প্রয়োজনে ক্রসফায়ারের দাবি উঠেছে জাতীয় সংসদে। উত্থাপন করেছে এক এমপি। এ থেকে প্রমাণ হয় ধর্ষণ, নির্যাতন, হত্যা বেড়েই চলেছে। সম্মিলিতভাবে উদ্যোগ গ্রহণ করতে পারলে এ পাপ রোধ করা সম্ভব। ধর্ষণ আর মাদক একে অপরের পরিপূরক। তাই দু’টিকেই এক সাথে রোধ করতে হবে। নারী নির্যাতন করে হত্যা, ধর্ষণ মামলাগুলোর জন্য দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে। ধর্ষণের কারণে নারী সমাজ আতঙ্কিত ও ভীত।
গেলো বছর সবচেয়ে বেশি নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণ হচ্ছে, ধর্ষণের সংখ্যা বাড়ছে, এর থেকে পরিত্রাণের উপায় কী, এ বিষয়গুলো নিয়ে সর্বদলীয় মতামতের ভিত্তিতে সমাধানের পথ খুঁজতে হবে। এভাবে বললেন, গণস্বাক্ষর ও শপথ চলাকালে নাগরিক নেতারা।
গতকাল বুধবার বেলা ১১টায় নগরীর শিববাড়ী মোড়ে জনউদ্যোগ খুলনা ও গুণীজন স্মৃতি পরিষদের উদ্যোগে নোয়াখালী, সিলেট, গোপালগঞ্জসহ সারাদেশের ধর্ষণ, নির্যাতন হত্যার প্রতিবাদে গণস্বাক্ষর ও ধর্ষকদের বিরুদ্ধে শপথ বাক্য উচ্চারিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিএমএ’র সভাপতি ডা. শেখ বাহারুল আলম। সঞ্চালনা করেন, জনউদ্যোগের খুলনার আহবায়ক নারী নেত্রী এড. শামীমা সুলতানা শীলু, খুলনার সদস্য সচিব সাংবাদিক মহেন্দ্র নাথ সেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।