Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সঙ্গীতে সরব হচ্ছেন কণা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০২০, ১২:০৪ এএম

করোনকালে বেশিরভাগ সময় বাসাতেই কাটিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কণা। এ সময়ে তেমন কোনো কাজ করেননি তিনি। তবে এখন তিনি গানে সরব হয়েছেন। কনা বলেন, করোনার কারণে অনেক দিন বাসায় ছিলাম। তবে এখন কাজ শুরু করেছি। তবে করেনার ভয় কাটাতে পারছি না। কারণ করোনা এখনও রয়েছে। এখনও অনেকে আক্রান্ত হচ্ছেন। মৃত্যুবরণ করছেন। তারপরও ভালো থাকার চেষ্টা করছি। তিনি বলেন, আমরা শিল্পী। গানই আমাদের প্রাণ। গান না করলে বেঁচে থাকা অসম্ভব। স্টেজ প্রোগ্রাম করতে গেলে শ্রোতাদের যে উচ্ছ¡াস এবং তাদের গানের অনুরোধ, এসব কিছুই বন্ধ হয়ে রয়েছে। স্টেজকে খুব মিস করছি। সব শিল্পীই বিষয়টি অনুধাবন করছেন। কারণ শিল্পীদের অত্যন্ত পছন্দের জায়গা স্টেজ। তবে আমি আশাবাদী, নিশ্চয়ই আল্লাহর রহমতে আবার সবকিছু স্বাভাবিক হবে, আবার আমরা স্টেজে ফিরতে পারবো। কণা বলেন, করোনার কারণে অনেক শিল্পী ও মিউজিশিয়ান খারাপ অবস্থার মধ্যে রয়েছে। তাদের আয়ের বড় উৎস হলো স্টেজ। এটা দীর্ঘদিন ধরে বন্ধ। কবে শুরু হবে তার নিশ্চয়তা নেই। কারণ করোনা না যাওয়া পর্যন্ত অথবা ভ্যাকসিন আবিস্কার না হওয়া পর্যন্ত স্টেজ শুরু হবে কিনা বলা যাচ্ছে না। ফলে এ অঙ্গনের শিল্পী-মিউজিশিয়ানরা অনিশ্চিত পরিস্থিতির মধ্যে রয়েছেন। সবাই কম-বেশি খারাপ অবস্থায় রয়েছেন। নতুন গান নিয়ে কণা বলেন, স¤প্রতি করোনাকালে বাংলাদেশ পুলিশের কর্মকাÐ নিয়ে একটি গান করেছি। কবির বকুলের কথায় গানটির সুর ও সংগীত করেছেন হৃদয় খান। গানটি গেয়েছি আমি, হৃদয় খান, ইমরান ও এলিটা। এ গান ছাড়াও স¤প্রতি কয়েকটি সিনেমা ও নাটকের গানে কন্ঠ দিয়েছি। এগুলোর সুর ও সংগীত করেছেন শওকত আলী ইমন, আহমেদ হুমাহূন, শান ও ইমরান। এখন আরো কিছু সিনেমায় গানের ব্যাপারে কথা হচ্ছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ