Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের প্রস্তাবে ‘রোহিঙ্গা’রা এখনও ‘রাখাইন থেকে আশ্রয়চ্যুত মানুষজন’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০২০, ৪:৩৭ পিএম

মিয়ানমারের সাধারণ নির্বাচনের পূর্বেই বাংলাদেশ ও ভারত থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রস্তাব দিয়েছে নয়াদিল্লি।বাংলাদেশের অনুরোধের পর ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা ও সেনাপ্রধান জেনারেল এম এম নারাভানে সম্প্রতি মিয়ানমার সফরে গিয়ে হাই প্রোফাইল বৈঠকে এই প্রস্তাব দিয়েছেন। তাদের ঐ সফরে ভারতের একটি স্কিল ডেভেলপমেন্ট সেন্টার গড়ে তোলাসহ তৃতীয় ধাপের উন্নয়ন প্রকল্পগুলো নিয়েও আলোচনা হয়েছে এবং রাখাইনে কৃষি পদ্ধতির আধুনিকীকরণে একটি সমঝোতাও স্বাক্ষরিত হয়েছে। যদিও ঐ বৈঠকে ‘রোহিঙ্গা’ শব্দ ব্যবহার করা হয়নি, তার বদলে যথারীতি বলা হয়েছে ‘রাখাইন থেকে আশ্রয়চ্যুত মানুষজন’।

মিয়ানমারের নেত্রী অং সান সু চি এবং সে দেশের সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ অং মিন লেইং’র সঙ্গে বৈঠকে মিয়ানমার যেন নভেম্বরের আগেই অন্তত কিছু রোহিঙ্গাকে ফিরিয়ে নেয় এ বিষয়ে ভারত যুক্তি দেখিয়ে বলেছে, এতে করে আন্তর্জাতিক বিশ্বকেও ইতিবাচক একটা বার্তা দেয়া যাবে। ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধ শ্রিংলা বলেছেন, রাখাইন স্টেট ডেভেলপমেন্ট প্রোগ্রামের অধীনে সেখানে রোহিঙ্গাদের জন্য আবাসন ও স্কুল বানিয়ে দিয়েছে ভারত। সেগুলো খালি পড়ে থাকায় মিয়ানমারের উচিত হবে পর্যায়ক্রমে রোহিঙ্গাদের সেখানে ফিরতে সাহায্য করা।

সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মাদ শহীদুল হক বলছেন, ভারত যদি এমন উদ্যোগ নেয় সেটা অবশ্যই ভালো। এখন দেখার বিষয় যে, মিয়ানমার আসলে কতটা আন্তরিক। মিয়ানমার তার বক্তব্যে বলেছে, তারা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করছে এবং এটি বজায় রাখতে চায়। কিন্তু তারা ১১ লাখ রোহিঙ্গাকে ঠেলে দিয়ে অনেকবার সীমানা লঙ্ঘন করে বাংলাদেশকে সামরিকভাবে প্ররোচিত করার চেষ্টা চালিয়েছে। প্রত্যাবাসন সম্পর্কিত কোনও পদক্ষেপ না নিয়ে তারা বলছে, বাংলাদেশের মধ্যে থেকে কেউ কেউ রোহিঙ্গাদের যেতে বাধা দিচ্ছে।



 

Show all comments
  • saif ৭ অক্টোবর, ২০২০, ৫:৩৮ পিএম says : 0
    আসলে না মিয়ানমার ভারত কেউই এদের ব্যাপারে আন্তরিক ছিলোনা আর হবেওনা, আর এদের উভয়কে যেই বিশ্বাস করবে তাদেরকে কাশ্মীর এর মত করুন পরিস্থিতি ভোগ করতে হবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ