Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুসলিম ছাত্রনেতা উমর খালিদ কারাগারে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০২০, ১২:১২ পিএম

যখন মানবাধিকার সংগঠনগুলো বলছে, দিল্লি সহিংসতার অভিযোগে মুসলিমদের অন্যায়ভাবে টার্গেট করছে পুলিশ। তখন মুসলিম ছাত্রনেতা উমর খালিদকে ১০ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। সংগঠনগুলো বলছে, উমর খালিদ হিন্দুত্ববাদী রাজনীতির শিকার হয়েছেন। এর আগেও ২০১৬ সালে উমর খালিদকে দেশদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল।

১০ দিনের পুলিশি হেফাজতের পর দেশদ্রোহিতা আইনের আওতায় গ্রেফতার হওয়া দিল্লির জওহেরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) সাবেক ছাত্রনেতা উমর খালিদকে ১৪ দিনের বিচার বিভাগীয় বা জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ভারতীয় আদালত। তবে জেল হেফাজতে তার পূর্ণাঙ্গ নিরাপত্তার বিষয়টি নজরে রাখা হয়, সে বিষয়টিও মনে করিয়ে দিয়েছে আদালত। দিল্লি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেব সারোহা এই নির্দেশ দেন।

গত ফেব্র‍ুয়ারি মাসে দিল্লির সাম্প্রদায়িক হিংসার ঘটনায় ৫৩ জনের মৃত্যু হয়েছিল। দিল্লি পুলিশের স্পেশাল ব্রাঞ্চের তরফে গত রোববার বলা হয়, ধারাবাহিক সহিংস ঘটনায় উমর খালিদ ছিলেন অন্যতম ষড়যন্ত্রকারী।

দিল্লি পুলিশের আরো বক্তব্য, সহিংসতার ঘটনায় অন্যতম অভিযুক্ত আম আদমি পার্টির কাউন্সিলর তাহির হুসেনের সঙ্গে প্রত্যক্ষ যোগ ছিল উমর খালিদের। দু’জনে মিলে শলাপরামর্শ করেছিল, সহিংসতাকে আরো বাড়াতে ভূমিকা নিয়েছিল। সে সময়ে বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ চলেছিল দিল্লিতে। সেখানে উসকানিমূলক ভাষণ দিয়েছিলেন বলে অভিযোগ দায়ের হয় উমর খালিদের বিরুদ্ধে। এর পরে আগামী ২২ অক্টোবর তাকে আদালতে হাজির করা হবে। সূত্র : পুবের কলম



 

Show all comments
  • Pabel ৭ অক্টোবর, ২০২০, ১২:৪৬ পিএম says : 1
    ........ Indian .
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ