মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মালদ্বীপের সাবেক ভাইস প্রেসিডেন্ট আহমেদ আদিবকে ২০১৩-১৮ সময়ে ক্ষমতায় থাকাকালীন ঘুষ কেলেঙ্কারি, অর্থ পাচার ও ক্ষমতার অপব্যবহারের দায়ে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির ফৌজদারি আদালত। একই সঙ্গে পর্যটন খাতের উন্নয়নের নামে অর্থ সরিয়ে নেওয়ার দায়ে তাঁকে জরিমানাও করা হয়েছে। আদালত কর্মকর্তাদের বরাত দিয়ে মঙ্গলবার এএফপি এসব তথ্য জানায়।
কারাদণ্ডের পাশাপাশি অর্থ জরিমানাও করা হয়েছে আদিবকে। ক্ষমতায় থাকার সময় দেশের পর্যটন খাতকে সমৃদ্ধ করার নামে দেশ থেকে অর্থ সরানোয় তাকে দুই কোটি রুপি (১ লাখ ২৯ হাজার ডলার) জরিমানা করেছে মালদ্বীপের ফৌজদারি আদালত। এ ছাড়া আদিবের বিরুদ্ধে অভিযোগ, রিসোর্ট ডেভেলপমেন্টের নামে বিভিন্ন দ্বীপ লিজ দেওয়ায় রাষ্ট্রের ২৬ কোটি ডলার ক্ষতি হয়েছে।
আদালতের একজন কর্মকর্তা বলেন, ‘আদিব তদন্তকাজে রাষ্ট্রকে সহযোগিতা করায় এবং তাঁর সাজা যাতে কম হয়, সে ধরনের একটি চুক্তি হয়’, তাই তাঁকে ‘লঘু শাস্তি’ হিসেবে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। আদিব প্রথমে পর্যটনমন্ত্রী ছিলেন। পরে তাঁকে ভাইস প্রেসিডেন্ট করা হয়। কিন্তু পরে দুই পদই হারান।
আদিব সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। ২০১৫ সালে ইয়টে তৎকালীন প্রেসিডেন্ট ইয়ামিনকে বোমা হামলা চালিয়ে হত্যাচেষ্টার মামলায় তাঁর ১৫ বছরের কারাদণ্ড হয়েছিল। ২০১৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ইয়ামিন হেরে যান। এরপর গত বছরের জুলাইয়ে সব অভিযোগ থেকে মুক্তি পান আদিব। কিন্তু রাষ্ট্রপক্ষ তাঁর বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। উচ্চ আদালত নতুন করে বিচার শুরুর নির্দেশ দেন।
গত বছরের আগস্টে আদিব অবৈধভাবে দেশ ছেড়েছিলেন। প্রতিবেশী দেশ ভারতে তিনি গ্রেপ্তার হন। সেখান থেকে তাঁকে দুর্নীতি মামলা মোকাবিলা করার জন্য মালদ্বীপে ফেরত পাঠানো হয়।
সাবেক প্রেসিডেন্ট ইয়ামিন ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার সময় অর্থ পাচারের অভিযোগে বর্তমানে পাঁচ বছরের কারাদণ্ড ভোগ করছেন। তিনি তাঁর ক্ষমতাকালে রাজনৈতিক সব প্রতিদ্বন্দ্বীকে হয় জেলে না হয় নির্বাসনে পাঠিয়েছেন। সূত্র : এএফপি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।