নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ফুটবলের অন্যতম আকর্ষণ এখন দলবদল। ক্লাবের সমর্থকেরা গোটা বছর ধরে অপেক্ষা করে থাকেন কখন খুলবে দলবদলের দুয়ার, কখন দলে নতুন খেলোয়াড় এসে বাড়াবে শক্তি। করোনাভাইরাসের কারণে এবার গ্রীষ্মকালীন দলবদলের সময়সীমা তিন মাস থেকে কমে এসে দাঁড়িয়েছিল দেড় মাসে। গত দেড় মাসে ক্লাবগুলো সাধ্যমতো চেষ্টা করেছে পছন্দের খেলোয়াড়দের কিনে দলের শক্তি বাড়ানোর। অনেকে আবার সেটাও পারেনি। এই পারা বা না পারার মধ্য দিয়েই আন্তর্জাতিক দলবদলের সময়সীমা শেষ হয়েছে গত রাতে। যদিও নিজ দেশের লিগগুলো নিজেদের মধ্যে এখনো অক্টোবরের ১৬ তারিখ পর্যন্ত খেলোয়াড় আনা-নেওয়া করতে পারবে। তা সত্তে¡ও, গতপরশু রাতটা ইউরোপের প্রত্যেকটা ক্লাবের জন্যই ছিল গুরুত্বপ‚র্ণ।
তবে এই রাতে সবচেয়ে বড় চমকটি দিয়েছেন এডিনসন কাভানি। ফ্রি ট্রান্সফারে পিএসজির সাবেক এই স্ট্রাইকারকে দলে টেনেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৩৩ বছর বয়সী এই উরুগুইয়ান তারকার সঙ্গে এক বছরের চুক্তির বিষয়টি সোমবার এক বিবৃতিতে জানায় প্রিমিয়ার লিগের সফলতম দলটি। চুক্তির মেয়াদ এক বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।
গত জুনে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয় কাভানির। প্যারিসের দলটিতে সাত বছরের ক্যারিয়ারে রেকর্ড ২০০ গোল করার পাশাপাশি জেতেন ছয়টি লিগ শিরোপা। ২০০৭ সালে ইউরোপে পা রাখার পর ক্লাব ক্যারিয়ারে মোট ৫৫৬ ম্যাচে ৩৪১ গোল করেছেন তিনি। এর মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে করেছেন ৩৫ গোল। উরুগুয়ের হয়ে ১১৬ ম্যাচে করেছেন ৫০ গোল, জিতেছেন ২০১১ কোপা আমেরিকা।
আগামী ১৭ অক্টোবর প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে নিজেদের পরের ম্যাচ খেলবে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডের ওই ম্যাচে নতুন ঠিকানায় অভিষেক হতে পারে কাভানির। এর তিন দিন পর চ্যাম্পিয়ন্স লিগের গ্রæপ পর্বে সাবেক ক্লাব পিএসজির মুখোমুখি হওয়ার সম্ভাবনাও আছে তার। গত মৌসুমের শেষ দিকে লিগে ভালো করে চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করা ইউনাইটেডের এবারের আসরের শুরুটা ভালো হয়নি। তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তারা আছে তালিকার ১৬ নম্বরে। গত রোববার তারা ঘরের মাঠে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে হারে ৬-১ ব্যবধানে।
পরের নামটি রাফিনহো আলকানতারা। চোটজর্জর ক্যারিয়ারে বার্সেলোনা অধ্যায়ের ইতি টেনে পিএসজিতে যোগ দিলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার। দুই ক্লাবের পক্ষ থেকে খবরটি নিশ্চিত করা হয়েছে। স্পেনের গণমাধ্যমের খবর, ব্রাজিল জাতীয় দলের এই খেলোয়াড়কে পেতে ৩০ লাখ ইউরো খরচ হয়েছে পিএসজির। নিজেদের অ্যাকাডেমি লা মাসিয়ায় বেড়ে ওঠা রাফিনিয়াকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানিয়েছে বার্সেলোনা কর্তৃপক্ষ।
লিভারপুলের মিডফিল্ডার থিয়াগো আলকান্তারার ছোট ভাই রাফিনিয়া ১৩ বছর বয়সে লা মাসিয়ায় যোগ দেন। সম্ভাবনা জাগিয়ে ২০১১ সালে ম‚ল দলে অভিষেকের পর বারবার চোটে পড়েছেন, কয়েক মৌসুম খেলেছেন ধারে অন্য ক্লাবে। বার্সেলোনার হয়ে তিনটি লা লিগা জয়ী এই ফুটবলার ২০১৩-১৪ মৌসুম ধারে সেল্টা ভিগোয় খেলার পর গত দুই মৌসুম আবারও ধারে খেলেন ইন্টার মিলান ও দ্বিতীয় মেয়াদে সেল্টায়।
দলবদলের শেষ ঘণ্টায় ক্যাম্প ন্যু থেকে ধারে ফরাসি ফুটবলার জঁ-ক্লেয়ার তোলিবো যোগ দিয়েছেন বেনফিকায়। দুই মৌসুমের জন্য ধারে তরুণ এই ডিফেন্ডারকে পেতে পর্তুগিজ ক্লাবটির খরচ হয়েছে ২০ লাখ ইউরো। চুক্তিতে তাকে কিনে নেওয়ার সুযোগ আছে বেনফিকার। সেজন্য তাদের খরচ হবে দুই কোটি ইউরো।
এছাড়াও উল্লেখযোগ্য কে কে শেষ মুহ‚র্তে এসে দল বদলেছেন- আসুন এক নজরে দেখে নেওয়া যাক।
শীর্ষ ১০ দলবদল
এডিনসন কাভানি (পিএসজি থেকে ম্যানইউ, ফ্রি)
থমাস পার্টে (অ্যাট. মাদ্রিদ থেকে আর্সেনাল, পাঁচ কোটি ইউরো)
লুকাস তোরেইরা (আর্সেনাল থেকে অ্যাট. মাদ্রিদ, ধার)
রাফিনহা আলকানতারা (বার্সেলোনা থেকে পিএসজি, তিন কোটি ইউরো)
থিও ওয়ালকট (এভারটন থেকে সাউদাম্পটন, ধার)
দগলাস কস্তা (জুভেন্টাস থেকে বায়ার্ন মিউনিখ, ধার)
ক্রিস স্মলিং (ম্যানইউ থেকে রোমা, এক কোটি ৫০ লাখ ইউরো)
আলেক্স তেলেস (পোর্তো থেকে ম্যানইউ, এক কোটি ৫০ লাখ ইউরো)
ফেদেরিকো কিয়েসা (ফিওরেন্টিনা থেকে জুভেন্টাস, ধার)
মাতেও গেনদোজি (আর্সেনাল থেকে হার্থা বার্লিন, ধার)
গুরুত্বপ‚র্ণ কিছু বদল
মিকায়েল কুসাঞ্চ (বায়ার্ন মিউনিখ থেকে মার্শেই, ধার)
দিয়েগো পেরোত্তি (রোমা থেকে ফেনেরবাচে, ধার)
মাত্তিয়া ডি শিলিও (জুভেন্টাস থেকে লিওঁ, ধার)
বুনা সার (মার্শেই থেকে বায়ার্ন, এক কোটি ইউরো)
রুবেন লফটাস চিক (চেলসি থেকে ফুলহাম, ধার)
ফাকুন্দো পেলিস্ত্রি (পেনিয়ারল থেকে ম্যানইউ, এক কোটি ১০ লাখ ইউরো)
রবিন ওলসেন (রোমা থেকে এভারটন, ধার)
জ্যাঁ-ক্লাইর তোদিবো (বার্সেলোনা থেকে বেনফিকা, ধার)
দাভি ক্লাসেন (ভেরডার ব্রেমেন থেকে আয়াক্স, এক কোটি ইউরো)
এরিক মাক্সিম চুপো মোতিং (পিএসজি থেকে বায়ার্ন মিউনিখ, ধার)
লুকাস মার্তিনেজ কার্তা (রিভার প্লেট থেকে ফিওরেন্তিনা, ৫৫ লাখ ইউরো)
রায়ান সেসেনিওন (টটেনহাম থেকে হফেনহেইম, ধার)
দানিলো পেরেইরা (এফসি পোর্তো থেকে পিএসজি, ধার)
মাত্তেও দারমিয়ান (পারমা থেকে ইন্টার মিলান, ধার)
হোসে কায়েহন (নাপোলি থেকে ফিওরেন্তিনা, ফ্রি)
বেন গডফ্রে (নরউইচ সিটি থেকে এভারটন, দুই কোটি ইউরো)
আমাদ ত্রায়োরে (আতালান্তা থেকে ম্যানইউ, দুই কোটি ইউরো)
জ্যাক উইলশেয়ার (ওয়েস্ট হাম থেকে চুক্তি বাতিল)
অন্যান্য দলবদল
সান্দ্রো রামিরেজ (এভারটন থেকে উয়েস্কা, ফ্রি)
হোয়াকিম অ্যান্ডারসেন (লিওঁ থেকে ফুলহাম, ধার)
রাফিনহা (রেনেঁ থেকে লিডস ইউনাইটেড, এক কোটি ৭২ লাখ ইউরো)
জেরেমি ডোকু (আন্ডারলেখট থেকে রেনেঁ, দুই কোটি ৫০ লাখ ইউরো)
জেরার্ড ডেলেফেউ (ওয়াটফোর্ড থেকে উদিনেসে, ধার)
করিম রেকিক (হার্থা বার্লিন থেকে সেভিয়া, তিন কোটি ইউরো)
আন্তোনিও বারেকা (মোনাকো থেকে ফিওরেন্তিনা, ধার)
জাস্টিন ক্লুইভার্ট (এএস রোমা থেকে আরবি লাইপজিগ, ধার)
রুবেন ভিনাগ্রে (উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স থেকে অলিম্পিয়াকোস, ধার)
ওয়েসলি হোয়েট (সাউদাম্পটন থেকে লাৎসিও, ধার)
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।