বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজধানী থেকে পালিয়ে আসা আট বছরের শিশু সোহানকে এক ইউপি সদস্যের সহায়তায় তার বাবা-মা’র কাছে ফিরিয়ে দিয়েছে বরিশালের গৌরনদী থানা পুলিশ।
মুলাদী থানার নমর হাট (ছবিপুর) এলাকার বাসিন্দা দলিল উদ্দিন খা, পেশায় একজন রাজ মিস্ত্রি। জীবিকার তাগিদে পরিবারসহ তিনি ঢাকার জিনজিরা এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকেন। স্ত্রী জায়েদা বেগমও একটি খেলনা তৈরির কারখানায় কাজ করেন।
৫ ছেলে এক মেয়ে নিয়ে তাদের সংসার। ছোট ছেলে ৮ বছরের সোহান সম্প্রতি বায়না ধরে গ্রামের বাড়িতে বেড়াতে যাওয়ার। বাবা-মা এতে রাজি না হওয়ায় রাগ করে সোহান গত রোববার বিকেলে বাসা থেকে পালিয়ে এসে সদরঘাট থেকে একটি লঞ্চে ওঠে। সোমবার সকালে সে গৌরনদী বা পার্শ¦বর্তী কোন এক এক লঞ্চঘাটে নামে। ওই লঞ্চ ঘাটের নাম শিশুটি বলতে পারেনি। এরপর সে টেম্পো এবং বাসে চড়ে পার্শ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার কোন এক বাসস্ট্যান্ডে নেমে পায়ে হেটে বিকেল ৪টার দিকে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের দক্ষিণ মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জামালের চায়ের দোকানের সামনে পৌঁছে।
এ সময় সে অনুভব করে সে পথ ভুল করে অন্য কোথাও হারিয়ে গেছে। ফলে ক্ষুধার্ত ও কøান্ত সোহান কান্নাকাটি শুরু করে। পরে খাঞ্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য মোহাম্মদ আলী সেখান থেকে তাকে নিজের হেফাজতে নিয়ে খাবার খাইয়ে গৌরনদী মডেল থানায় পৌঁছে দেয়। থানার সেকেন্ড অফিসার এসআই মিজানুর রহমান পরে মুলাদী থানার নমর হাট এলাকায় খোঁজ নিয়ে শিশুটির পিতা-মাতার মোবাইল নম্বর সংগ্রহ করে তাদেরকে খবর দেয়। খবর পেয়ে সোহানের বাবা-মা ওই রাতে রওনা হয়ে গতকাল ভোরে গৌরনদী মডেল থানায় পৌঁছায়।
পুলিশ সোহানকে তার বাবা-মার কাছে হস্তান্তর করে। গৌরনদী থানার সেকেন্ড অফিসার মো. মিজানুর রহমান বলেন, অনেক পরিশ্রম ও চেষ্টার পর শিশুটিকে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দিতে পেরে বেশ তৃপ্তি পাচ্ছি। গর্ব হচ্ছে অন্তত একটি ভালো কাজে সফল হতে পারলাম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।