Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভিওবি’র ন্যাশনাল বিজনেস কমপিটিশন ব্র্যান্ড্রিল ২০২০

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০২০, ১২:০৬ এএম

প্রতি বছরের মতো এ বছরও ভয়েস অব বিজনেস (ভিওবি) নিয়ে এলো দেশের বৃহৎ ও জনপ্রিয় ব্র্যান্ডিং কমপিটিশন ‘আইপিডিসি প্রেজেন্টস ব্র্যান্ড্রিল ২০২০’ পাওয়ার্ড বাই একলেকটিক এডুকেশন। ভয়েস অব বিজনেস (ভিওবি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একটি প্রকাশনা সংস্থা এবং অন্যতম বিজনেস ক্লাব যা গত এক যুগ ধরে শিক্ষার্থীদের উন্নয়নে বিভিন্ন ধরনের কর্মশালা, সেমিনার এবং প্রতিযোগিতার আয়োজন করে আসছে। ২০১৭ সাল থেকে ভয়েস অব বিজনেস (ভিওবি) ‘ব্র্যান্ড্রিল’ প্রতিযোগিতাটি আয়োজন করে আসছে। এবার তৃতীয় বারের মতো ভিওবি তাদের এই সিগনেচার ইভেন্টটি শুরু করতে যাচ্ছে। ন্যাশনাল লেভেলের একটি অন্যতম ব্র্যান্ডিং প্রতিযোগিতা হিসেবে ‘ব্র্যান্ড্রিল’ বিশ্ববিদ্যালয়ে পড়–য়া শিক্ষার্থীদের জন্যে প্রতিভা বিকাশের একটি প্ল্যাটফর্ম। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা কাজে লাগিয়ে কিভাবে গতিশীল ব্যবসা পরিবেশে ব্র্যান্ডিং করতে হয় তা জানতে পারবে এবং সেই সাথে একজন সফল ব্র্যান্ড ম্যানেজার এর গুণাবলী স¤পর্কেও বাস্তব অভিজ্ঞতা লাভ করবে। ২০১৮ সালে অনুষ্ঠিত ‘ব্র্যান্ড্রিল’ প্রতিযোগিতায় সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এবারের প্রতিযোগিতায়ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পাড়বে। তবে আয়োজকদের মতে এবারের প্রতিযোগিতাটি হতে যাচ্ছে অনলাইনে। করোনা মহামারির কারণে এই সিন্ধান্ত নেয়া হয়েছে। ‘আইপিডিসি প্রেজেন্টস ব্র্যান্ড্রিল ২০২০’ পাওয়ার্ড বাই একলেকটিক এডুকেশন এর অনলাইন রেজিস্ট্রেশন ইতোমধ্যে শুরু হয়েছে। রেজিস্ট্রেশনের সময়সীমা ১৫ অক্টোবর পর্যন্ত থাকবে। পুরো প্রতিযোগিতাটিতে থাকছে তিনটি রাউন্ড। ১ম রাউন্ডে থাকছে অনলাইন কেস সাবমিশন। ১ম রাউন্ডে নির্বাচিত টিমদের নিয়ে অনুষ্ঠিত হবে ২য় রাউন্ড যাতে থাকছে কেস সলভিং ও ওয়ার্কশপ। ২য় রাউন্ড থেকে নির্বাচিত সেরা ১০ টিম লড়বে গ্র্যান্ড ফিনালের জন্যে। গ্র্যান্ড ফিনালেতে থাকছে কেস সাবমিশন ও ভিডিও প্রেজেন্টেশন। এছাড়া বিজয়ী ও রানার আপদের জন্য থাকছে আকর্ষণীয় প্রাইজ মানিসহ ক্রেস্ট ও সার্টিফিকেট। বিজয়ী দল পাবে ৫০ হাজার টাকা মূল্যের প্রাইজ মানি এবং ১ম ও ২য় রানার আপ পাবে যথাক্রমে ৩০ হাজার ও ২০ হাজার টাকা মূল্যের প্রাইজ মানি এবং সেই সাথে ক্রেস্ট ও সার্টিফিকেট।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ