Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিশ্ববিদ্যালয় কর্মীদের বেতন হাতিয়ে নিলো হ্যাকাররা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০২০, ১২:০৭ এএম

সুইজারল্যান্ডের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের বেতনের অর্থ হাতিয়ে নিয়েছেন হ্যাকাররা। দেশটির কর্মকর্তারা গত রোববার এ কথা জানিয়েছেন। তবে অর্থের পরিমাণ কত এবং কতজন কর্মচারীর বেতনের টাকা হ্যাকাররা হাতিয়েছেন, তার বিস্তারিত জানা যায়নি। সুইজারল্যান্ডের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর রেক্টর গ্রæপের মহাপরিচালক মার্টিনা ওয়েইস বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমাদের তথ্য অনুসারে সুইজারল্যান্ডের কয়েকটি শীর্ষ বিশ্ববিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে।’ হ্যাকাররা ফিশিং ও ট্যাকিংয়ের মাধ্যমে কোনো এক ব্যক্তির কাছ থেকে তথ্য চুরি করে এর মাধ্যমে ব্যক্তিগত বিবরণী হাতিয়ে নেন এবং ব্যাসেল বিশ্ববিদ্যালয়সহ অন্তত তিনটি বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের বেতন সরিয়ে ফেলেন। দেশটির ‘সোনট্যাগসজেইতুং’ সংবাদপত্রের খবরে বলা হয়েছে, হ্যাকাররা বিশ্ববিদ্যালয়গুলোর অর্থপ্রদানসংক্রান্ত ব্যবস্থায় ঢুকতে পেরেছেন। তারা বেতন হস্তান্তরসংক্রান্ত নির্দেশাবলি পরিবর্তন করে ছয় অঙ্কের পরিমাণ চুরি করেন। সূত্র : এএফপি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হ্যাকার

২৪ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ