Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বৈরুতে ছিল শতাব্দীর ভয়াবহতম অ-পারমাণবিক বিস্ফোরণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০২০, ১২:০৭ এএম


লেবাননের রাজধানী বৈরুতে আগস্ট মাসে এক রাসায়নিক পদার্থের গুদামে যে বিস্ফোরণ ঘটেছিল - তা ছিল এ শতাব্দীর ভয়াবহতম ‹অ-পারমাণবিক› বিস্ফোরণ। যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষক দল বলছে, ওই বিস্ফোরণের আনুমানিক শক্তি ছিল কমপক্ষে ৫০০ টন টিএনটি বিস্ফোরকের সমান। টিএনটি হচ্ছে যুদ্ধে ব্যবহৃত বোমায় যে বিস্ফোরক ব্যবহৃত হয় - তার সংক্ষিপ্ত নাম। এটা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের (পরমাণু বোমা ছাড়া) সবচেয়ে মারাত্মক প্রচলিত বোমার চেয়েও অনেক বেশি শক্তিশালী। গত ৪ আগস্ট বৈরুতের বন্দর এলাকায় বহু বছর ধরে ফেলে রাখা প্রায় ২,৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেটে ওই বিস্ফোরণ ঘটে। এতে নিহত হয়েছিলেন ১৯০ জন, আহত হন ৬ হাজারেরও বেশি লোক।
গবেষক দলের ড. স্যাম রিগবি বিবিসিকে বলেন, ওই বিস্ফোরণ ছিল যুদ্ধে ব্যবহৃত ‹কনভেনশনাল› বা প্রচলিত অস্ত্রের মধ্যে যেগুলো সবচেয়ে বড় - তার চাইতেও ১০ গুণ শক্তিশালী। সূত্র : বিবিসি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লেবানন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ