পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
লেবাননের রাজধানী বৈরুতে আগস্ট মাসে এক রাসায়নিক পদার্থের গুদামে যে বিস্ফোরণ ঘটেছিল - তা ছিল এ শতাব্দীর ভয়াবহতম ‹অ-পারমাণবিক› বিস্ফোরণ। যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষক দল বলছে, ওই বিস্ফোরণের আনুমানিক শক্তি ছিল কমপক্ষে ৫০০ টন টিএনটি বিস্ফোরকের সমান। টিএনটি হচ্ছে যুদ্ধে ব্যবহৃত বোমায় যে বিস্ফোরক ব্যবহৃত হয় - তার সংক্ষিপ্ত নাম। এটা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের (পরমাণু বোমা ছাড়া) সবচেয়ে মারাত্মক প্রচলিত বোমার চেয়েও অনেক বেশি শক্তিশালী। গত ৪ আগস্ট বৈরুতের বন্দর এলাকায় বহু বছর ধরে ফেলে রাখা প্রায় ২,৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেটে ওই বিস্ফোরণ ঘটে। এতে নিহত হয়েছিলেন ১৯০ জন, আহত হন ৬ হাজারেরও বেশি লোক।
গবেষক দলের ড. স্যাম রিগবি বিবিসিকে বলেন, ওই বিস্ফোরণ ছিল যুদ্ধে ব্যবহৃত ‹কনভেনশনাল› বা প্রচলিত অস্ত্রের মধ্যে যেগুলো সবচেয়ে বড় - তার চাইতেও ১০ গুণ শক্তিশালী। সূত্র : বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।