মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জেরুজালেম শহরকে আমরা গড়ে তুলেছি। জেরুজালেম আমাদের শহর, ফিলিস্তিনি জনগণের শহর। এই শহরকে দখলদার মুক্ত করতে হবে। ইহুদিদের অটোমান সাম্রাজ্যের কথা মনে করিয়ে দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এস কথা বলেন, জেরুজালেম আমাদের শহর। জেরুজালেম মুসলিমদের শহর। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, এই শহরকে মুক্ত করা হবে।
দেশটির পার্লামেন্টে দেয়া দীর্ঘ এ বক্তৃতায় তিনি আরও বলেন, ১৫১৭ সাল থেকে ১৯১৭ সাল পর্যন্ত দীর্ঘ চার শতাব্দী আমরা ওই অঞ্চল শাসন করেছি। জেরুজালেমে আমরা নগরী প্রতিষ্ঠা করেছি। এটি আমাদের শহর, ফিলিস্তিনি ভাইদের শহর। খবর জেরুজালেম পোস্টের।
পার্লামেন্টের ওই অধিবেশনে গত বৃহস্পতিবার এরদোগান আরও বলেন, আমাদের সবার উচিত দখলদার ইহুদিদের নির্যাতন থেকে অসহায় ফিলিস্তিনিদের রক্ষা করা।
অটোমান সম্রাট সুলতান সোলেইমানের শাসনামলে (১৫২০-১৫৬৬) জেরুজালেমকে আধুনিক নগরীতে পরিণত করা হয়েছিল। সেখানে দামি পাথরের প্রাচীর, হাটবাজার ও বহু স্থাপনা নির্মাণ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।