Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

পিএসজি থেকে ইউনাইটেডে কাভানি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০২০, ১১:২৭ এএম

আক্রমণভাগ আরও শক্তিশালী করল ম্যানচেস্টার ইউনাইটেড। ফ্রি-ট্রান্সফারে থাকা পিএসজি’র সাবেক খেলোয়াড় এদিনসন কাভানির সঙ্গে চুক্তি করেছে ইংল্যান্ডের সবচেয়ে সফল ক্লাবটি।

উরুগুয়ান এই স্ট্রাইকারের সঙ্গে এক বছরের জন্য চুক্তি করেছে ম্যানইউ। গত জুনে পিএসজি’র সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয় ৩৩ বছর বয়সী এই ফুটবলারের।

বিভিন্ন ক্লাবের জয়ে ৫৫৬টি ম্যাচ খেলে ৩৪১টি গোল করেছেন কাভানি। এর মধ্যে পিএসজি’র হয়ে ৩০১ ম্যাচ খেলে করেন ২০০ গোল। এ ছাড়া উগুরুয়ের হয়ে ১১৬টি ম্যাচ খেলে ৫০টি গোল রয়েছে তার।

ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে কাভানির প্রথম ম্যাচটি হতে পারে সাবেক ক্লাব পিএসজি’র বিপক্ষে, ২০ অক্টোবর। এদিন চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হবে দল দুটি।

নতুন মৌসুমটা আশানুরূপ হয়নি ম্যানইউ’র। ইংলিশ প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলে একটিতে মাত্র জয় পেয়েছে ওলে গুনার সুলশারের দল। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান ১৬তম। কাভানির অংশগ্রহণে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ