Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘোড়াঘাটে অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার

ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০২০, ৩:৪৪ পিএম

দিনাজপুরের ঘোড়াঘাটে অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।

শনিবার (৪ অক্টোবর) দুপুরে ঘোড়াঘাট-হিলি আঞ্চলিক মহাসড়কের সূরা মসজিদ এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রাস্তার পাশে একটি জমিতে জঙ্গলের ভিতরে অজ্ঞাত এক নারীর মৃতদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয় লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোরকা পরিহিত ও গলায় ওড়না পেঁচানো অবস্থায় মৃতদেহটি উদ্ধার কওে থানা পুলিশ।
ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে নারীটিকে অন্য কোথাও হত্যা করে লাশ ফেলে দেয়া হয়েছে। ওই নারীর মাথায় ও গলায় ক্ষতের দাগ রয়েছে। তবে পরিচয় এখনও পাওয়া যায়নি। ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ