Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্প করোনা আক্রান্ত হওয়ায় সফর সংক্ষিপ্ত করলেন পম্পেও

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০২০, ১০:৪২ এএম

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় এশিয়ার দেশগুলোতে পূর্বনির্ধারিত সফরসূচি সংক্ষিপ্ত করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। আজ রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার জাপানের উদ্দেশে যাত্রা করবেন পম্পেও। তবে এ মুহূর্তে পূর্বনির্ধারিত সফরসূচিতে থাকা মঙ্গোলিয়া ও দক্ষিণ কোরিয়ায় যাচ্ছেন না তিনি।
পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী, আগামী ৪ থেকে ৮ অক্টোবর পর্যন্ত এশিয়ার তিন দেশে যাওয়ার কথা ছিল পম্পেওর। তবে নতুন সূচিতে মঙ্গোলিয়া ও দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় চার অক্টোবর জাপানের উদ্দেশে যাত্রা করে ৬ অক্টোবর ওয়াশিংটনে ফিরবেন তিনি। টোকিও সফরে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন পম্পেও।
পম্পেও জানিয়েছেন, তিনি এখন পর্যন্ত শারীরিকভাবে সুস্থ রয়েছেন। সতর্কতার অংশ হিসেবে ব্যক্তিগত সাক্ষাৎ এড়িয়ে চলছেন তিনি। তবে এশিয়া সফর পুরোপুরি বাতিল করা হবে না।
শনিবার পম্পেও বলেন, আপনাদের জানা প্রয়োজন যে আমি শারীরিকভাবে বেশ ভালো আছি। দুই দিনে আমি দুই দফায় পরীক্ষা করিয়েছি। ভালো আছি। কাল (রবিবার) এশিয়া সফরে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
এদিকে ওয়াশিংটনের রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার হাসপাতাল থেকেই টুইটারে দেওয়া এক পোস্টে নিজের শারীরিক অবস্থা নিয়ে কথা বলেছেন তিনি। টুইটে ট্রাম্প বলেন, ‘মনে হচ্ছে পুরোপুরি ঠিক আছি। সবাইকে ধন্যবাদ আর ভালোবাসা।’
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বাড়তি সাবধানতার অংশ হিসেবেই ট্রাম্পকে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে পাঠানোর সিদ্ধান্ত নেন হোয়াইট হাউসের কর্মকর্তারা। এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ও স্বনামধন্য সামরিক হাসপাতালগুলোর একটি। মার্কিন প্রেসিডেন্টরা সাধারণত এখানেই তাদের বার্ষিক চেকআপ করিয়ে থাকেন। সেখানে ট্রাম্প অতিরিক্ত অক্সিজেন ছাড়াই ভালো আছেন। তাকে রেমডেসিভিরের প্রথম ডোজ দেওয়া হয়েছে। সূত্র : রয়টার্স



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ