Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লিডসের মাঠে ম্যানসিটির হোঁচট

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০২০, ৯:২৬ এএম

প্রথমার্ধে এগিয়ে গেলেও ব্যবধানটা ধরে রাখতে পারেনি ম্যানচেস্টার সিটি। দ্বিতীয়ার্ধে সমতা ফিরিয়ে বসে লিডস ইউনাইটেড। তীব্র উত্তেজনা ছড়ানো ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি শেষ হয় ড্রয়ে।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের সপ্তদশ মিনিটে রাহিম স্টার্লিংয়ের গোলে এগিয়ে গিয়েছিল ম্যানসিটি।

কিন্তু এগিয়ে গিয়েও স্বস্তি পাচ্ছিল না দলটি।
পাল্টা আক্রমণ চালায় লিডস। বিরতির আগেই সমতা ফেরাতে পারত স্বাগতিকরা। কিন্তু লুক আইলিংয়ের দারুণ একটি প্রচেষ্টা রুখে দেয় সিটি গোলরক্ষক এডেরসন।

কিন্ত ৫৯তম মিনিটে দারুণভাবে ঘুরে দাঁড়ায় স্বাগতিক লিডস। কর্নার থেকে বল পেয়ে সমতা ফিরেয়ে বসেন রদ্রিগো মরেনো। বাকি সময়ে উভয় দল বেশ কয়েকটি সুযোগ পেলেও আর কোনো গোল হয়নি।

তিন ম্যাচের মধ্যে এটি সিটির দ্বিতীয় ড্র। এগারো ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে একাদশস্থানে আছে পেপ গার্দিওলার দল।

লিগে দিনের অপর ম্যাচগুলোগে চেলসি নিদেজের মাঠে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ক্রিস্টাল প্যালেসকে। এভারটন ৪-২ ব্যবধানে হারিয়েছে ব্রাইটন অ্যান্ড হোব আলবিয়ওনকে এবং নিউক্যাসেল ইউনাইটেড ৩-১ ব্যবধানে হারায় বার্নলিকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ