Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউরোপ সেরা লেভানডোভস্কি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০২০, ১১:৫০ এএম

বর্ষসেরা হওয়ার লড়াইয়ে তিনি পেছনে ফেলেছেন নিজের ক্লাব অধিনায়ক এবং জার্মানির গোলকিপার ম্যানুয়েল নয়্যার এবং বেলজিয়াম ও ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনাকে।

দারুণ এক মৌসুম কাটানোর পুরষ্কার পেলেন রবার্ট লেভানডোভস্কি। ইউয়েফার বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন পোল্যান্ড ও বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার।

বর্ষসেরা হওয়ার লড়াইয়ে তিনি পেছনে ফেলেছেন নিজের ক্লাব অধিনায়ক এবং জার্মানির গোলকিপার ম্যানুয়েল নয়্যার এবং বেলজিয়াম ও ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনাকে।

গত মৌসুমে ইউয়েফা চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ ১৫ গোল করেন লেভানডোভস্কি। আর পুরো মৌসুমে করেন ৪৭ ম্যাচে ৫৫ গোল।

এই মৌসুমে ট্রেবল জয়ী বায়ার্ন মিউনিখের আরেক সদস্য ইয়োশুয়া কিমিক জিতে নিয়েছেন বর্ষসেরা ডিফেন্ডারের পুরষ্কার।

বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠানে ঘোষণা করা হয় বর্ষসেরা পুরষ্কার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ