বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
অর্থনৈতিক দুরাবস্থার কারণে গ্রামীণ জনপদে বাড়ছে সহিংসতা। বিশেষ করে সুদের কারবারের কারণে ঘটছে সামাজিক অস্থিরতা। অনেক ক্ষেত্রে এই সুদের যাতাকলে পড়ে কেউ কেউ আত্মহত্যাও করেছেন, হয়েছেন বাড়ী ছাড়া।
এদিকে কুষ্টিয়ার দৌলতপুরে নুরুজ্জামান (৩৮) নামে গ্রামীণ ব্যাংকের এক কর্মীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। কিস্তির টাকা চাওয়ায় তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্থানীয় গ্রামীণ ব্যাংক শাখার কর্মকর্তার।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার ফিলিপনগর দফাদার পাড়া গ্রামের মমিন দফাদারের বাড়ির টয়লেটের দরজা ভেঙে নুরুজ্জামানের লাশ উদ্ধার করে দৌলতপুর থানা পুলিশ।
নিহত নুরুজ্জামান গ্রামীণ ব্যাংক হোসেনাবাদ শাখায় সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি খলিশাকুন্ডি ইউনিয়নের কামালপুর গ্রামের আবদুল মোতালেবের ছেলে।
গ্রামীণ ব্যাংক হোসেনাবাদ শাখার ব্যবস্থাপক মো. সালাউদ্দিনের অভিযোগ, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে নুরুজ্জামান ক্ষুদ্রঋণের কিস্তি আদায়ে ঘটনাস্থল দফাদারপাড়ার ঋণ গ্রহীতা মোমিন দফাদারের স্ত্রী হীরা খাতুনের বাড়িতে যান।
এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে তাকে ধরে মারধর করে এবং ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করে টয়লেটে লাশ রেখে বাড়ির সবাই পালিয়ে যায়।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল আলম জানান, গ্রামীণ ব্যাংকের এক কর্মী সকালে কিস্তি আদায়ে বের হয়ে আর ফিরে আসেনি এমন সংবাদ পেয়ে অনুসন্ধানে বের হয় পুলিশ। একপর্যায়ে ঘটনাস্থল মমিন দফাদারের বাড়ির টয়লেটের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।