নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ডে উঠেছেন র্যাঙ্কিংয়ের নম্বর ওয়ান নোভাক জকোভিচ। বৃহস্পতিবার প্যারিসের রোলাঁ গারোঁয় অনুষ্ঠিত ম্যাচে প্রতিপক্ষকে একরকম উড়িয়ে দেন ৩৩ বছর বয়সী জকোভিচ। লিথুয়ানিয়ার রিচার্দাস বেরাঙ্কিসকে ৬-১, ৬-২, ৬-২ গেমে হারান ১৭টি গ্র্যান্ড স্ল্যামজয়ী এই তারকা।
সেপ্টেম্বরে ইউএস ওপেন থেকে অপ্রত্যাশিতভাবে বিদায় নিতে হয়েছিল তাকে।
লাইন জাজকে আঘাত করে ডিসকোয়ালিফাইড হয়েছিলেন। তবে ফরাসি ওপেনে প্রতিটি ম্যাচই খেলে চলেছেন দাপটের সঙ্গে। তা ছাড়া চলতি বছর এখনো কোনো ম্যাচে হারেননি জকোভিচ।
সার্বিয়ান তারকা ম্যাচ শেষে বলেন, ‘সত্যিই অনুভূতি চমৎকার। আশা করি এই ধারা ধরে রাখতে পারব। ’
এদিকে নারী এককের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন দুই নম্বর বাছাই কারোলিনা প্লিসকোভা। ২৮ বছর বয়সী এই চেককে ৬-৪, ৬-২ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন ইয়েলেনা ওস্তাপেঙ্কো। ২৩ বছর বয়সী লাটভিয়ান তারকা ২০১৭ আসরের চ্যাম্পিয়ন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।