Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় আক্রান্ত থিয়াগো, ইপিএলে নতুন আরো ১০

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০২০, ১২:০৪ এএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন থিয়াগো আলকান্তারা। প্রয়োজনীয় নির্দেশনা মেনে আপাতত সেলফ-আইসোলেশনে আছেন বায়ার্ন মিউনিখ থেকে চলতি মৌসুমে লিভারপুলে পাড়ি জমান স্প্যানিশ এই মিডফিল্ডার। থিয়াগোর কোভিড-১৯ পজিটিভ হওয়ার কথা গতপরশু বিবৃতি দিয়ে জানায় লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা জানায়, ২৯ বছর বয়সী মিডফিল্ডারের মৃদু উপসর্গ রয়েছে।

চেলসির বিপক্ষে ম্যাচ দিয়ে লিভারপুলে অভিষেক হয় থিয়াগোর। ফিটনেসের কারণে পরের ম্যাচেই আর্সেনালের বিপক্ষে তাকে দলের বাইরে রাখেন ইয়ুর্গেন ক্লপ। আজ রাতে লিগ কাপে আর্সেনাল ও রোববার প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষেও দলের পরিকল্পনায় তাকে না রাখার কথা জানান ক্লাবটির প্রধান কোচ। তবে স্পেনের হয়ে আগামী ৮ অক্টোবর পর্তুগালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ এবং নেশন্স লিগে ১১ অক্টোবর সুইজারল্যান্ড ও ১৪ অক্টোবর ইউক্রেনের বিপক্ষে খেলার সম্ভাবনা ছিল অভিজ্ঞ এই ফুটবলারের। আপাতত সেগুলোতেও অনিশ্চিত তিনি।
এদিকে গত সোমবার প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ ঘোষণা করে, সবশেষ পরীক্ষায় ১০ জনের করোনাভাইরাস পজিটিভ এসেছে। মৌসুম শুরুর পরে যা এখন পর্যন্ত সর্বোচ্চ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইপিএল

২৪ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ