Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আলাস্কা-আলবার্টা রেলপথ নির্মাণে ২২ বিলিয়ন প্রকল্পের অনুমোদন দিলেন ট্রাম্প

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০২০, ৬:০৪ পিএম

আলাস্কা-আলবার্টা রেলপথ নির্মাণে ২২ বিলিয়ন প্রকল্পের অনুমোদন দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।এ রেলপথ যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডাকে রেলপথে সংযুক্ত করবে। আলকান সীমান্তে ৪৫ মাইল স্থলপথ ও আলাস্কায় ৬০ মাইল পথ রেলপথে যুক্ত হবে। -স্পুটনিক

এই প্রকল্পটি তদারকি করবে ফেডারেল, স্টেট ও স্থানীয় কর্তপক্ষ। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই টুইটে এ প্রকল্প অনুমোদনের কথা জানান। এক ইমেইল বিবৃতিতে আলবার্টার গভর্নর জ্যাসন কেনির মুখপাত্র ক্রিস্টিয়ানি মিয়াট বলেন আলবার্টা রাজ্য সরকার এ প্রকল্পে খুশির সঙ্গে সায় দিয়েছে। যাত্রী ছাড়াও জালানি তেল ও মালামাল পরিবহনে এ রেলপথ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ক্যালগেরি বিশ^বিদ্যালয়ের অর্থনীতিবিদ কেন্ট ফেলোস বলেন, এর রেলপথ উভয় দেশের জন্যে বাজার সম্প্রসারণে বিশেষ ভূমিকা রাখবে। গত জুলাই মাসে ওয়াশিংটন এ প্রকল্প ঘোষণা করে। এবং এটুএ রেল এ ঘোষণা দেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ