Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এমসি কলেজ ছাত্রাবাসে বালিকা গৃহবধূ ধর্ষণ মামলায় আরেক আসামী মাহফুজ ৫ দিনের রিমান্ডে

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০২০, ৩:০১ পিএম

সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে বালিকা গৃহবধূ ধর্ষণ মামলায় আরেক আসামী মাহফুজুর রহমান মাসুম ৫দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার দুপুরে শাহপরাণ থানা পুলিশ তাকে সিলেট চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এসময় মামলার তদন্ত কর্মকর্তা ইন্দ্রানীল ভট্টাচার্য আদালতে ৭দিনের রিমান্ড আবেদন করেন। পরে শুনানী শেষে আদালতের বিচারক আবুল কাশেম ৫দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে ওই সময় আদালতে আসামীর পক্ষে কোন আইনজীবী উপস্থিত ছিলেন না।সিলেট জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মাহফুজুর রহমান বলেন, মামলার তদন্ত কর্মকর্তা আদালতে ৭দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানী শেষে আদালতের বিচারক মাহফুজুর রহমান মাসুমের ৫দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে এসময় তার পক্ষে কোন আইনজীবী উপস্থিত ছিলেন। তবে রাষ্ট্রপক্ষের হয়ে শতাধিকা আইনজীবী উপস্থিত ছিলেন।বিষয়টি নিশ্চিত করেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) অমূল কুমার চৌধুরী। তিনি জানান, মামলার তদন্ত কর্মকর্তা আদালতে ৭দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানী শেষে ৫দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরআগে সোমবার (২৮ সেপ্টেম্বর) সিলেট জেলা ডিবি ও কানাইঘাট থানা পুলিশের যৌথ অভিযান চালিয়ে হরিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।প্রসঙ্গত, গত শুক্রবার বিকালে এমসি কলেজে বেড়াতে গিয়েছিলেন সিলেটের দক্ষিণ সুরমার এক দম্পতি। এ সময় কলেজ ক্যাম্পাস থেকে ৫-৬ জন যুবক জোরপূর্বক কলেজের ছাত্রাবাসে নিয়ে যায় দম্পতিকে। সেখানে একটি কক্ষে স্বামীকে আটকে রেখে ১৯ বছরের বালিকা গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ করে তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রিমান্ড

২৯ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ