Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

না আছে শান্তি, না হচ্ছে যুদ্ধ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৪ এএম

প‚র্ব লাদাখে বর্তমান পরিস্থিতি মেনে নিলেন বিমান বাহিনী (আইএএফ) প্রধান আরকেএস ভাদুরিয়া। এয়ার চিফ মার্শাল বলেন, বর্তমানে পরিস্থিতি থমথমে। না আছে শান্তি, না হচ্ছে যুদ্ধ। গত কয়েক মাস ধরে লাদাখে যেভাবে চীনের সঙ্গে অশান্তি চলছে, সেই প্রসঙ্গে এই কথা বললেন তিনি। একটি কনফারেন্সে (আইএএফ) প্রধান বলেন যে বিমান বাহিনী খুব দ্রæততার সঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছে। কোনও রকমের হামলা রুখতে তারা যে দৃঢ় প্রতিজ্ঞ সেই কথাও জানান তিনি। যে কোনও পরিস্থতির সঙ্গে মোকাবিলা করার জন্য তারা প্রস্তুত, বলেন ভাদুরিয়া। তিনি বলেন হালে বিমান বাহিনীর কাছে এসেছে রাফাল জেট। এর আগে যে সি-১৭ গেøাবমাস্টার এয়ারক্রাফট এসেছিল, সেগুলো ও চিনুক এবং অ্যাপাচি হেলিকপ্টার নিশ্চিতভাবেই বিমান বাহিনীর হাত শক্ত করেছে। ভবিষ্যতে কোনও ঝামেলা লাগলে বিমানবাহিনী যে বিজয় অর্জনের ক্ষেত্রে বড় ভ‚মিকা নেবে, সেটা জানান তিনি। ভাদুরিয়া বলেন যে এটা খুব গুরুত্বপ‚র্ণ যে প্রযুক্তিগত ভাবে শত্রæপক্ষের থেকে ভালো সরঞ্জাম যেন থাকে ইন্ডিয়ান এয়ারফোর্সের কাছে। ১০ সেপ্টেম্বর পাঁচটি রাফাল এসেছে ভারতের কাছে। গত দুই সপ্তাহে প‚র্ব লাদাখের আকাশে চক্কর কেটেছে এই ফ্রান্স থেকে আসা যুদ্ধবিমান। যেভাবে অল্প সময় তেজসের দুটি স্কোয়াড্রন তৈরী হয়েছে ও সু-৩০ এমকেআই জেটে কিছু দেশীয় অস্ত্র যুক্ত করা হয়েছে, সেটি খুবই ইতিবাচক বলে জানান তিনি। প‚র্ব লাদাখে গালওয়ানে ১৫ জুন রক্তক্ষয়ী সংঘর্ষে ১৫ ভারতীয় ও অজানা সংখ্যক চীনা সেনার মৃত্যু হয়। তারপর ২৯-৩০ অগস্ট প্যাংগং লেকে কিছু গুরুত্বপ‚র্ণ পজিশন দখল করে ভারত। তখন থেকেই অচলাবস্থা চলছে। কয়েকবার গুলি চলেছে ওই অঞ্চলে প্রায় চার দশক ধরে। দুই পক্ষের সেনাই আসন্ন শীতের প্রস্তুতি নিচ্ছে। হিন্দুস্তান টাইমস, এসএএম।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ