Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

ময়মনসিংহে বিক্ষোভ মিছিল

ধর্ষণের বিচার দাবি

ময়মনসিংহ ব্যুরো : | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০২০, ১২:০২ এএম

ধর্ষণ ঘটনার বিচার দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করেছে জেলা উত্তর ছাত্রদল। গতকাল সোমবার দুপুরে নগরীর নতুন বাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল করেন তারা। দলীয় সূত্র জানায়, সিলেটে এমসি কলেজে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ এবং খাগড়াছড়িতে মানসিক ভারসাম্যহীন আদিবাসী নারী গণধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন সংগঠনের সাধারণ সম্পাদক রায়হান শরীফ হলুদ। এতে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আসিফ, সহ-সভাপতি জাকারিয়া আলম, ফয়সাল, ইথেন, আরিফ, সিনিয়র যুগ্ম সম্পাদক সোহেল, যুগ্ম সম্পাদক হালিমুল্লাহ, শাহাদাত, ফারুক, সহ-সাধারণ সম্পাদক প্রত্যয়, সাংগঠনিক সম্পাদক টুটুল প্রমুখ। এ সময় সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। পরে দলীয় কার্যালয় চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করেন ছাত্রদল নেতাকর্মীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ