Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাইজেরিয়ায় বোকো হামলায় ১৫ নিরাপত্তাকর্মী নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৬ এএম

নাইজেরিয়ার উত্তর-প‚র্বাঞ্চলীয় রাজ্য বোর্নোতে সরকারি নিরাপত্তা কর্মকর্তা বহনকারী গাড়িতে বোকো হারাম গ্রæপ হামলা চালালে কমপক্ষে ১৫ নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যম শনিবার এ কথা জানায়। উত্তরাঞ্চলীয় রাজ্যের মুনগুনো শহরের কাছে এই হামলার ঘটনাটি ঘটে। এ সময় কর্মকর্তারা অপর শহর বাগায় যাচ্ছিলেন, যেখানে ফেরত আসা শত শত অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষকে অভ্যর্থনা জানানো হচ্ছিল। নিরাপত্তা স‚ত্রের বরাত দিয়ে স্থানীয় অনলাইন পত্রিকা প্রিমিয়াম টাইমস জানিয়েছে, এ হামলায় আট পুলিশ, তিন সেনা ও বেসরকারি টাস্কফোর্সের চার সদস্য নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের এসকর্ট দিতে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছিল। স্থানীয় স¤প্রচার চ্যানেল টেলিভিশন আরও জানিয়েছে, এ হামলায় পুলিশের কর্মী বাহক একটি সাঁজোয়া ও রাজ্য সরকারের একটি যানবাহনও হাইজ্যাক করা হয়। শুক্রবার উত্তরাঞ্চলীয় প্রদেশে এটি ছিল দ্বিতীবারের মতো একই ধরনের হামলা। প্রিমিয়াম টাইমস, সিনহুয়া।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাইজেরিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ