Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২০২৩ সালে প্রতিদ্বন্দ্বিতা করবেন না মাহাথির

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৭ এএম

মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ জানিয়েছেন, ২০২৩ সালে জাতীয় নির্বাচন হলে তিনি প্রধানমন্ত্রী পদে প্রতিদ্ব›িদ্বতা করবেন না। কারণ ওই সময় তার বয়স হবে ৯৮ বছর। শনিবার মালয়েশিয়ার সংবাদমাধ্যম বারনামাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। মাহাথির জানিয়েছেন, তিনি পার্টি পিজুয়াং তানাহ এয়ার নামে নতুন একটি দল গঠন করছেন। এই দলের উপদেষ্টা হিসেবে তিনি থাকতে চান। অবশ্য কোনো কারণে আগাম নির্বাচন হলে তাতে তিনি অংশ নেবেন কিনা সে বিষয়ে কোনো ইঙ্গিত দেননি ৯৫ বছর বয়সী মাহাথির। সব কিছু স্বাভাবিক থাকলে মালয়েশিয়ার পরবর্তী জাতীয় নির্বাচন ২০২৩ সালে হওয়ার কথা। তবে গত সপ্তাহে বিরোধী দলের নেতা আনোয়ার ইব্রাহিম দাবি করেছেন, নতুন সরকার গঠনের জন্য তার পর্যাপ্ত সংখ্যক এমপির সমর্থন রয়েছে। প্রধানমন্ত্রী মুহিদ্দিন সরকারের পতন ঘটেছে। আনোয়ারের এই দাবির পর মালয়েশিয়ায় আগামী কয়েক মাসের মধ্যে জাতীয় নির্বাচন হতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। বারনামা।

 



 

Show all comments
  • mizanur rahman ২৯ সেপ্টেম্বর, ২০২০, ১০:১৭ এএম says : 0
    تقدم يا محتير
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাহাথির

২০ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ