Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দাউদকান্দিতে অপহৃত যুবক ৪ দিনেও উদ্ধার হয়নি

দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০২০, ১:১০ পিএম

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় অপহৃত যুবক গত ৪দিনেও উদ্ধার হয়নি। জানা যায় গত বৃহস্পতিবার দাউদকান্দি উপজেলার গৌরীপুর মোড় (মতলব রোডে) থেকে ৪ ব্যক্তি কালো রঙ্গের হাইয়েস টিআরএস মাইক্রোবাস করে সাইফুল ইসলাম (৩০) নামে উপজেলার পেন্নাই গ্রামের মৃত আবু সিদ্দিকের ছেলে। তিনি বালু মাছ গাড়ী ও কনফেকশনারী ব্যবসার সাথে জড়িত। সাইফুলের বড় ভাই জহিরুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে গৌরীপুর বাস ষ্ট্যান্ডের সামনে থেকে কালো রঙ্গের টিআরএক্স মাইক্রোবাসে এসে ৪ জন লোক ডিবি পরিচয় দিয়ে আমার ছোট ভাই সাইফুল ইসলামকে জোর করে হাত করা পড়িয়ে গাড়ীতে তুলে নিয়ে যায়। পরে আমরা দাউদকান্দি মডেল থানা, কুমিল্লা ডিবি পুলিশ ও র‌্যাব-১১, সিপিসি-২ সহ বিভিন্ন থানায় খোঁজ নিয়ে তার কোন সন্ধ্যান পাইনি। পরে দাউদকান্দি মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করি। যাহার নং- ১২৫৮।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অপহরণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ