Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মানুষের কল্যাণে নিজেকে সঁপে দিয়ে দল ও দেশকে এগিয়ে নিয়েছেন শেখ হাসিনা

বিশেষ ওয়েবিনারে বক্তারা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০২০, ১২:৫১ পিএম

বাবা-মা, পরিবার-পরিজন হারিয়েও নিজের কথা না ভেবে দেশের মানুষের কল্যাণে নিজেকে সঁপে দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ তথা বাংলাদেশকে নিজের পায়ে দাঁড় করানোর জন্য জীবননাশের হুমকি হাতে নিয়েও সংগ্রাম করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিনকে সামনে রেখে এক বিশেষ ওয়েবিনারে এমন কথাই ব্যক্ত করেছেন আলোচকবৃন্দ।

গত ২৬ সেপ্টেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে "শেখ হাসিনার নেতৃত্বে ঘুরে দাঁড়ানো আওয়ামী লীগ" শীর্ষক একটি ওয়েবিনারের আয়োজন করে। রাত ৮.৩০ মিনিটে প্রচারিত এই অনুষ্ঠানে অতিথি হিসেবে ZOOM এর মাধ্যমে যুক্ত হয়েছিলেন বাংলাদেশ আওয়ামী লীগে সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মণি এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডঃ আ আ ম স আরেফিন সিদ্দিক, মুক্তিযোদ্ধা ও সিনিয়র সাংবাদিক অজয় দাশগুপ্ত, এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ নুজহাত চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায়।

আলোচনায় যুক্ত হয়ে বাংলাদেশ আওয়ামী লীগে সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি বলেন, ১৯৮১ সালে যেদিন শেখ হাসিনা এদেশে আসলেন সেদিন ছিল ঝঞ্ঝাবিক্ষুদ্ধ। আমরা এমন একজন ব্যক্তিকে বরণ করেছি সেদিন- আমাদের সব আছে কিন্তু তাঁর মা নেই বাবা নেই, ভাই নেই। তবুও তিনি এদেশের মানুষের গণতন্ত্র নিশ্চিত করেছেন, একই সাথে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন। তিনি ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছেন। তিনি কথা বলার অধিকার দিয়েছেন। দিয়েছেন এই ডিজিটাল বাংলাদেশ।

মুক্তিযোদ্ধা ও সিনিয়র সাংবাদিক অজয় দাশগুপ্ত বলেন, দেশের বাইরে থেকে বঙ্গবন্ধু কন্যা তখন আওয়ামী লীগকে সংগঠিত করছেন। ১৯৮১ সালের পর দেশে এসে নেতাকর্মীদের সাথে যোগাযোগ করে আগলে রেখেছে আওয়ামী লীগ।

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মণি এমপি বলেন, সংগ্রাম মুখর জীবন শেখ হাসিনা একদম পরিবার থেকে দেখে আসছেন। বাবা মায়ের সংগ্রামের যে মুল লক্ষ- মানুষের মধ্যে অগাধ ভালোবাসা তা শেখ হাসিনা পরিবার থেকে ধারন করেছেন। সকল ঝুঁকি জেনেও তিনি দেশে এসেছেন। বাংলার মানুষের অগাধ ভালোবাসা ও আস্থা নিয়েই তিনি ফিরে এসেছেন। বাঙালীও কিন্তু সেদিন বঙ্গবন্ধু কন্যাকে গ্রহণ করেছে ভালোবাসায়। সব রকম শঙ্কা নিয়েও তিনি নিজের ভাগ্যের কথা না ভেবে দেশের মানুষের কথা ভেবেছেন শেখ হাসিনা

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ নুজহাত চৌধুরী বলেন, জাতিকে কলঙ্কমুক্ত করতে তিনি যুদ্ধ অপরাধীদের বিচারের আওতায় এনেছেন। এর কারনে নিজের জীবন তিনি বিপন্ন করেছেন। তিনি হয়েছেন অবিসংবাধিত নেতা। আমরা গর্বের সহিত বলতে চাই আমরা বঙ্গবন্ধুকে মনে নেই, কিন্তু আমরা শেখ হাসিনাকে দেখিছি। তরুণদের কাছে বলতে চাই ইতিহাস জানো। যেই শিশুটি আজ জন্মাবে তাকে এই ঘুরে দাঁড়ানোর ইতিহাস জানতে হবে।

ডঃ আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, শেখ হাসিনা শুধু বাংলাদেশকে নিয়ে এগিয়ে চলছেন না তিনি রয়েছেন মানব ধর্মে। তিনি নেতৃত্ব দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় আমাদের পৌঁছে দিবেন।



 

Show all comments
  • ম নাছিরউদ্দীন শাহ ২৭ সেপ্টেম্বর, ২০২০, ৪:০৯ পিএম says : 0
    বঙ্গবন্ধু স্বাধীনতা এনেছিল বিশ্বাস ঘাতকরা নির্মমভাবে ভাবে স্বপরিবারে শহীদ করেছিলেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সারথী বঙ্গবন্ধুর শ্রেষ্ঠ সম্পদ। বঙ্গবন্ধুর ক্ষুদা দারিদ্র মুক্তির স্বপ্নের সূর্য সারথী সংগ্রামী সন্তান আজ বিশ্বের প্রভাবশালী নেতাদের একজন দক্ষিণ এশিয়ার মানুষের মানবতাবাদী সংগ্রামী বিশ্ব নেতা। বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির বিচক্ষন রাষ্ট প্রধান বিশালাকার রাজনৈতিক প্রজ্ঞার কারণে বিশ্ব দরবারে বাংলাদেশ এখন মর্যাদাবান জাতি বাংলাদেশী। অর্থনীতি আজ মজবুত পাছলক্ষ কোটির উপরে বাজেট ট্রিলিয়ন ডলারের কাছাকাছি বৈদেশিক মুদ্রার নিরাপদ রিজার্ভের বাংলাদেশ। মহামারীতে বঙ্গবন্ধুর কন‍্যার সময় উপযোগি সিদ্ধান্ত সাহসিকতার সাথে অর্থনৈতিক প্রনোদনা আজ দেশের অর্থনীতি আবার শক্তিশালী। বাংলাদেশের মানুষের এখন বুঝতে হবে। বাংলাদেশের মানুষ বিশ্ব নেতাদের মতদক্ষ জাতীয় নেতা পেয়েছেন। জাতীয় আন্তর্জাতিক ভাবে বাংলাদেশ সম্মানিত হচ্ছেন। প্রযোজন জাতীয় গন মাধ্যমে ইলেকট্রনিক মিডিয়াতে সমগ্র জাতি কে জানানো বিশালাকার কর্মযজ্ঞ বঙ্গবন্ধুর কন‍্যার। আমি নিঃস্বার্থ ভাবে বসরের পর বসর হাজার হাজার বার অতি অতিক্ষুদ্র লিখনীর মাঝে দেশের নির্বাহী প্রধানের উন্নয়ন অগ্রগতি কর্মকাণ্ড লিখতে চেষ্টা করেছি। জাতীয় পত্রিকা ইনকিলাবের আজকের শিরোনাম পড়ে অত্যন্ত খুশী আনন্দীত হলাম। মানুষের কল‍্যানে নিজকে সপে দিয়ে দলও দেশ কে এগিয়ে নিয়ে গেছেন। এই রকম মহান মানবতাবাদী দক্ষ রাজনৈতিক প্রজ্ঞাবান নেতা ভাগ‍্যবান দেশ জাতি পেয়ে থাকেন। মাননীয় প্রধান মন্ত্রী কে গভীর শ্রদ্ধা ও সালাম।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওয়েবিনার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ