Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হয়তো কয়েক মাসেও জানা যাবে না জয়ী কে : ট্রাম্প

ভারত-চীন দ্বন্দ্ব মেটাতে আবারও আগ্রহ প্রকাশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৫ এএম

আসন্ন মার্কিন নির্বাচনে ভোটের পর জয়ী কে তা জানতে হয়তো কয়েক মাস লেগে যেতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি র‌্যালিতে অংশ নিয়ে ট্রাম্প এমনটি বলেন। এ সময় ট্রাম্প আবারো প্রেসিডেন্ট নির্বাচনে ডাকযোগে ভোট দেওয়া নিয়ে আবারও নিজের অসন্তোষ প্রকাশ করেছেন। ট্রাম্প বলেন, আপনারা হয়তো কয়েক মাস ধরে জয়ীর নাম জানতে পারবেন না কারণ এটি কারণ এটিতে জগাখিচুড়ি অবস্থা হয়ে গেছে। এদিকে জনমত জরিপে দেখা যাচ্ছে, রিপাবলিকানদের তুলনায় ডেমোক্রেটিক দলের সমর্থক ভোটাররা মহামারীর মধ্যে ভোটকেন্দ্রে ভিড় এড়াতে ডাকযোগে ভোট দেওয়ার পরিকল্পনা বেশি করেছে। ডাকযোগে ভোট দেওয়া ঠেকাতে ট্রাম্পের নির্বাচনী দলের পক্ষ থেকে ইতোমধ্যে বিভিন্ন রাজ্যে মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে, আবারও ভারত ও চীনের দ্বন্দ্ব মেটাতে আগ্রহ প্রকাশ করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমি জানি, ভারত ও চীন খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। বাস্তব পরিস্থিতিটা খুবই গুরুতর। আশা করছি, ওরা সমস্যার সমাধান করে নিতে পারবে। প্রয়োজনে এই বিষয়ে আমরা সাহায্য করতে প্রস্তুত। এর আগেও ভারত-চীনের সীমান্ত-সমস্যা মেটাতে দুই বার মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প। গত জুনে লাদাখের প্যাংগং হ্রদের কাছে ৪ থেকে ৮ নম্বর ফিঙ্গার এলাকার দখল নেয় চীন। এরপর গালওয়ান উপত্যকার দখল নিয়ে দুই দেশের মধ্যে লড়াই বাধে। সেই বিতর্ক মেটাতে মস্কোয় কূটনৈতিক স্তরে বৈঠক হয় দুই দেশের। গত ২১ সেপ্টেম্বর লাদাখের মলডোয় দু›দেশের সেনা কর্তাদের মধ্যে আবারও বৈঠক হয়। ধাপে ধাপে সেনা প্রত্যাহার করে সীমান্তে উত্তেজনা কমাতে একমত হয় দুই পক্ষই। রয়টার্স,এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত-চীন

২১ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ