Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরানের তেল রপ্তানি উল্লেখযোগ্য মাত্রায় বেড়েছে: রয়টার্স

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ৯:৩৩ এএম

মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও চলতি সেপ্টেম্বর মাসে ইরানের তেল রপ্তানি উল্লেখযোগ্য মাত্রায় বেড়ে গেছে বলে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।ট্যাংকার ট্র্যাকার্সসহ আন্তর্জাতিক তেল ট্যাংকার চলাচল পর্যবেক্ষণকারী তিনটি সংস্থার প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থাটি।

ট্যাঙ্কার ট্র্যাকার্স রয়টার্সকে বলেছে, আগস্ট মাসের চেয়ে ইরান সেপ্টেম্বর মাসে দ্বিগুণ তেল রপ্তানি করেছে।

২০১৮ সালের মে মাসে আমেরিকা ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর দেশটির তেল রপ্তানি ব্যাপকভাবে কমে গিয়েছিল।প্রেসিডেন্ট হাসান রুহানি সম্প্রতি বলেছেন, তার দেশ গত আড়াই বছর ধরে অর্থনৈতিক যুদ্ধে লিপ্ত রয়েছে এবং এটি ঠাট্টা করার মতো কোনো বিষয় নয়।সংস্থাটির কর্মকর্তা সামির মাদানি বলেন, ইরানের তেল রপ্তানি উল্লেখযোগ্য মাত্রায় বেড়ে গেছে এবং দেশটি দৈনিক নিজের তেল রপ্তানি প্রায় ১৫ লাখ ব্যারেলে উন্নীত করেছে। গত দেড় বছরে এই পরিমাণ নজিরবিহীন।

এর আগে মাদানি গত জানুয়ারি মাসে বলেছিলেন, ওই মাসে ইরানের তেল রপ্তানি তার আগের মাসের তুলনায় দ্বিগুণ হয়েছে। এসব তেলের শতকরা সাত থেকে ১০ ভাগ সুয়েজ খালের মাধ্যমে সিরিয়ায় পৌঁছেছে এবং বাকি তেল দূরপ্রাচ্যসহ অন্যান্য ক্রেতাদের কাছে পৌঁছে দেয়া হয়েছে।

ট্যাংকার ট্র্যাকার্সের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে রয়টার্স জানিয়েছে, ইরানের মোট রপ্তানি করা তেলের অর্ধেক কোথায় যায় তা পরিষ্কার নয়। কারণ, এসব তেল বিদেশি তেল ট্যাংকার বহন করে এবং গভীর সমুদ্রে এসব তেল জাহাজ থেকে জাহাজে স্থানান্তর করা হয়।

ইরানের তেল মন্ত্রণালয় সাধারণত তার তেল উত্তোলন ও রপ্তানির পরিমাণ ঘোষণা করে না। ইরানের অভিজ্ঞ তেলমন্ত্রী বিজান নামদার জাঙ্গানেকে সেদেশের তেল রপ্তানি বৃদ্ধির প্রধান কারিগর বলে মনে করা হয়। সম্প্রতি তিনি বলেছিলেন, “আমার কথা শুধু দেশের জনগণ শোনে না বরং শত্রুদের কানেও পৌঁছে যায়।” তিনি আরো বলেন, তেল মন্ত্রণালয়ের কাছ থেকে কেউ যেন পরিসংখ্যান আশা না করে।

সূত্র: পার্সটুডে



 

Show all comments
  • Abdul Karim ২৬ সেপ্টেম্বর, ২০২০, ১১:০৯ এএম says : 0
    হায়রে হায় মার্কিনীদের এখন কি হবে?
    Total Reply(0) Reply
  • Rasel islam Roney ২৬ সেপ্টেম্বর, ২০২০, ১১:০৯ এএম says : 0
    Good
    Total Reply(0) Reply
  • মিনহাজ ২৬ সেপ্টেম্বর, ২০২০, ১১:১০ এএম says : 0
    ইরানকে আর দমিয়ে রাখা যাবে না
    Total Reply(0) Reply
  • Md Ashik Reja ২৬ সেপ্টেম্বর, ২০২০, ১১:৩০ এএম says : 0
    Good Tel roptani kore nekliwar kinok
    Total Reply(0) Reply
  • Anamul Islam ২৬ সেপ্টেম্বর, ২০২০, ১১:৩১ এএম says : 0
    আলহামদুলিল্লাহ
    Total Reply(0) Reply
  • তানবীর ২৬ সেপ্টেম্বর, ২০২০, ১১:৩১ এএম says : 0
    ইরান এগিয়ে যাক, তারাই এখন আশার আলো।
    Total Reply(0) Reply
  • এম আর ইমন ২৬ সেপ্টেম্বর, ২০২০, ১:০১ পিএম says : 0
    সত্যি এটা খুব বড় আশার খবর।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রয়টার্স


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ