মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনার টিকা নিয়ে এই মুহ‚র্তে বিশ্বে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে বার্তা সংস্থা রয়টার্স তাকে বলেছে ‘কুকুরের কামড়াকামড়ি।’ বিশ্বের ধনী দেশগুলো ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে বাজারে আসার আগেই কোটি কোটি ডোজ টিকা কেনার চুক্তি করে ফেলছে। নিজেদের নাগরিক ছাড়া অন্য কোনো দেশের মানুষের কথা ভাবতে নারাজ তারা। বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ এই খাতের প্রতিষ্ঠানগুলোকে নীরব দর্শক হয়ে টিকার এই কাড়াকাড়ি দেখতে হচ্ছে। যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যে পিফজার, বায়োটেক, আস্ট্রাজেনেকা ও মর্ডানার সঙ্গে টিকার ডোজ কেনার চুক্তি সেরে ফেলেছে। অন্য কোনো দেশকে সরবরাহ করার আগে চুক্তিভুক্ত এই দেশ ও অঞ্চলকে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে টিকা সরবরাহ করতে হবে। ইউরোপীয় ইউনিয়নের টিকা নিশ্চিত প্রকল্প কোভাক্সের সহ-নের্তৃত্বাধীন গাভি জোটের প্রধান নির্বাহী সেথ বার্কলে বলেছেন, ‘সবাই দ্বিপাক্ষিক চুক্তি করছে যা আশাবাদী পরিস্থিতির পথ নয়।’ পিফজার জানিয়েছে, চলতি সপ্তাহে ইইউ ও বেশ কয়েকটি সদস্য রাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য টিকার সরবরাহ চুক্তির বিষয়ে আলোচনা করেছে। সর্বশেষ বুধবার আরও ছয় কোটি ডোজ টিকা কিনতে বহুজাতিক ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান গ্ল্যাক্সো স্মিথক্লাইন (জিএসকে) ও সানোফির সাথে চুক্তি করেছে ব্রিটিশ সরকার। এ নিয়ে ব্রিটেন চারটি প্রতিষ্ঠানের কাছ থেকে ২৫ কোটি ডোজ টিকা কেনার চুক্তি করলো। বৈশ্বিক চিকিৎসা বিষয়ক দাতব্য সংস্থা ডক্টর্স উইদাউট বর্ডার এ ব্যাপারে বলেছে, এটি টিকা নিয়ে ধনী দেশগুলোর হুড়াহুড়ি আরও বাড়িয়ে দেবে এবং ‘টিকা জাতীয়তাবাদ একটি বিপজ্জনক’ পর্যায়ে মোড় নেবে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।