মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বর্তমান বিশ্বে নতুন শক্তি তুরস্কের বিরুদ্ধে জোট করেছে মিসর, ইসরায়েল, গ্রিস, সাইপ্রাস, ইতালি ও জর্ডান। পূর্ব ভূমধ্যসাগরে জ্বালানি সম্পদের ওপর দাবিকে কেন্দ্র করে চলমান বিরোধকে উস্কে দিতেই এই হয়ে জোটের আত্মপ্রকাশ।
আরব নিউজ জানায়, মিসর, ইসরায়েল, গ্রিস, সাইপ্রাস, ইতালি ও জর্ডান- এ ছয়টি রাষ্ট্র মিলে একটি সনদে স্বাক্ষর করেছে।
এর মধ্য দিয়ে পূর্ব ভূমধ্যসাগরীয় গ্যাস ফোরাম (ইএমজিএফ) নামে একটি জোট গঠন করেছে দেশগুলো। কায়রোর উদ্যোগে একটি ভার্চুয়াল অনুষ্ঠানে এ সনদ স্বাক্ষরিত হয়।
মূলত পূর্ব ভূমধ্যসাগরে গ্যাস উত্তোলনের অধিকারের দাবিতে তুরস্ককে কোণঠাসা করতে একজোট হয়েছে এ ছয় দেশ।
ইসরায়েলি জ্বালানি মন্ত্রী ইউভাল স্টেইনিজ বলেন, ‘ইসরায়েলের সঙ্গে আরব ও ইউরোপীয় দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা নিয়ে আসবে এ ফোরাম। ইতিহাসে এ ধরনের জোট প্রথম। জর্ডান ও মিসরে ইসরায়েলি গ্যাস রপ্তানির ৩০ বিলিয়ন ডলারের চুক্তির মধ্যে দিয়ে এর শুরু।’
এ জোটে যোগ দিতে আবেদন জানিয়েছে ফ্রান্স। এ ছাড়া পর্যবেক্ষক হিসেবে থাকতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন।
জ্বালানি নিয়ে এ বিরোধে তুরস্কের সঙ্গে সমুদ্রসীমা নিয়ে যুদ্ধপরিস্থিতি তৈরি হয় গ্রিস ও সাইপ্রাসের।
গত আগস্ট মাসে তুরস্ক বিতর্কিত এলাকায় ভূমিকম্প গবেষণার জন্য সজ্জিত এক জাহাজ পাঠানোর পর থেকে এই উত্তেজনা চলছে। সেই জাহাজের সঙ্গে এক তুর্কি রণতরিও ছিল। দুই পক্ষই সামরিক মহড়ার আয়োজন করেছে এবং একে অপরকে কড়া কথা শুনিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।