প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সঙ্গীতশিল্পী রন্টি দাস জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটি গান লিখেছেন। মুজিব বর্ষের শুরুতে গানটি প্রকাশ করার কথা থাকলেও করোনার কারণে তা পিছিয়ে যায়। গানের শিরোনাম ‘মুজিব বাংলাদেশ’। গানটির সুর করেছেন রন্টি দাসের স্বামী সাইদ রহমান এবং সঙ্গীতায়োজন করেছেন সুমন কল্যাণ। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছে আজব কারিগর। গানটি প্রসঙ্গে রন্টি দাস বলেন, ‘তথ্য প্রতিমন্ত্রী ড. মুরাদ হাসান স্যারের পৃষ্ঠপোষকতায় মুজিব বাংলাদেশ গানটি আমি করতে পেরেছি। করোনার কারণে গানটি প্রকাশ করা হয়নি। তবে গানটি মুজিব বর্ষেই আগামী ডিসেম্বর মাসে প্রকাশ করব। আমার নিজস্ব ইউটিউব চ্যানেলেই গানটি প্রকাশ করা হবে। আমার বিশ^াস, গানটি মুজিব বর্ষের অন্যতম একটি গান হিসেবে বিবেচিত হবে। উল্লেখ্য, ছোটবেলায় রন্টি দাসের প্রথম গানে হাতেখড়ি তার মা সঙ্গীতশিল্পী লাকি রানী দাস ও বোন বিউটি দাসের কাছে। পরবর্তীতে বিভিন্ন সময়ে তিনি গানে তালিম নিয়েছেন মো: হেলাল উদ্দিন, সুরবন্ধু অশোক চৌধুরী, ওস্তাদ অনুপ বড়–য়া ও মো: শোয়েব খানের কাছে। তার সঙ্গীত জীবনের প্রথম মৌলিক গান ছিল আসিফ ইকবালের লেখা ও নকীব খানের সুর সঙ্গীতে ‘তুমি আজীবন শুধু জোছনার গান শুনালে’। রন্টির প্রকাশিত একক অ্যালবাম দুটি হচ্ছে ‘আনমনা মন’ ও ‘দর্পণ’। তার শ্রোতাপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘দেখো আমারই খুশিতে’, ‘রং’, ‘অভিমানী সন্ধ্যা’, ‘রাতভর বৃষ্টি’ ইত্যাদি। ‘ খোঁজ দ্য সার্চ, কার্তুজ, অন্তরঙ্গ, দ্য স্পীড, বস্তির ছেলে কোটিপতি’, পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী, আগুনে পোড়া কান্না ইত্যাদি সিনেমায় রন্টি প্লে-ব্যাক করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।