মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতসহ তিন দেশের নাগরিকদের সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সরকার। সউদী সরকারের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে এখন থেকে ভারত, ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে কোনও ফ্লাইট দেশটিতে প্রবেশ করতে পারবে না।
সউদী আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারত, ব্রাজিল ও আর্জেন্টিনার সঙ্গে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। কোনও ব্যক্তি সৌদি আরবে যাওয়ার ১৪ দিন আগে এই তিন দেশে ভ্রমণ করে থাকলে তারাও নতুন এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন।
তবে ‘সরকারি আমন্ত্রণ পাওয়া যাত্রীদের’ ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে বিপুল সংখ্যক ভারতীয় কর্মী রয়েছে।
এর পাঁচদিন আগে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস জানিয়েছে, দুজন করোনা পজিটিভ যাত্রী নিয়ে দুবাই পৌঁছানোয় তাদের ফ্লাইট ২৪ ঘণ্টার জন্য স্থগিত করেছে দুবাইয়ের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
এমন এক সময় এই দেশের ওপর সৌদি সরকার নিষেধাজ্ঞা আরোপ করলো যখন আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে চালু হচ্ছে ওমরাহ হজ। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, চার ধাপে ওমরাহ হজ চালু হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।