মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারত অধিকৃত জম্মু-কাশ্মিরের বাদগাম জেলার খাগ ব্লক ডেভলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান বিজেপি নেতা ভূপিন্দর সিংকে নিজ বাড়ির সামনেই গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা পৌনে আটটা নাগাদ তাকে গুলিতে ঝাঁঝরা করে দেয় বন্দুকধারীরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
বাদগাম পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রীনগরে নিজের বাড়ির পরিবর্তে নিজের পৈত্রিক গ্রাম দালওয়াশের দিকে রওনা দেন তিনি। এ নিয়ে পুলিশকে কিছুই জানাননি ভূপিন্দর। গ্রামে নিজের বাড়িতে ঢোকার মুখেই তাকে ঘিরে ধরে গুলি চালায় হামলাকারীরা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সম্প্রতি জম্মু ও কাশ্মীরে একের পর এক বিজেপি নেতাদের হত্যার বিষয়ে চিন্তায় ভারত সরকার। বিজেপি নেতা তথা বাদগাম জেলার খাগ ব্লক ডেভলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান ভূপিন্দর সিংকে এই একই কারণে অর্থাৎ নিরাপত্তাজনিত কারণেই ২ জন নিরাপত্তারক্ষী দেওয়া হয়েছিল প্রশাসনের তরফ থেকে। কিন্তু তাতেও শেষরক্ষা হল না। উল্লেখ্য, এই হামলার ঘটনার আগে তিনি নিরাপত্তারক্ষীদের ছেড়ে দেন।
গত কয়েকদিনে কাশ্মিরে বিজেপি নেতাদের উপর চতুর্থ হামলা। এর আগে কুলগামেরই আরেক পঞ্চায়েত সদস্য তথা বিজেপি নেতা আরিফ আহমেদ খানকেও হত্যা করা হয়। এর আগে গত মাসে বিজেপি নেতা শেখ ওয়াসিম বারি ও তার বাবা এবং ভাইকে বান্দিপুর জেলায় খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়। ওয়াসিম বান্দিপুরের জেলার বিজেপি প্রধান ছিলেন। সূত্র : জি নিউজ
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।