Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রের সঙ্গে আপস করবে না ইইউ : ম্যাখোঁ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৮ এএম

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ মঙ্গলবার বলেছেন, ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনরায় সচল করার ওয়াশিংটনের পদক্ষেপের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপ আপস করবে না। এ ব্যাপারে তিনি সতর্ক করে বলেন, তথাকথিত এ নিষেধাজ্ঞা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ক্ষতি এবং মধ্যপ্রাচ্য উত্তেজন বৃদ্ধি করতে পারে। খবর এএফপির। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনে প্যারিসের পক্ষ থেকে দেয়া এক ভিডিও ভাষণে ম্যাখোঁ বলেন, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা সক্রিয় করার বিষয়ে যুক্তরাষ্ট্রের কৌশলের ব্যাপারে আমরা তাদের সঙ্গে আপস করবো না। ‘কারণ ওয়াশিংটন পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর তারা নিজেরা সেই অবস্থানে নেই।’ এএফপি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ