Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

প্রতিশ্রুতি পূরণ না করায় প্রশ্নবিদ্ধ মিয়ানমার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৮ এএম

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে নিজেদের প্রতিশ্রæতি পূরণ না করায় মিয়ানমারের কঠোর সমালোচনা করেছেন দেশটির মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ দ‚ত থমাস অ্যান্ড্রুজ। তিনি বলেন, শরণার্থী শিবিরে আটকে থাকা ব্যক্তিদের জন্য ন্যায়বিচার কোথায়? আর তাদের ওপর গণহত্যা চালানোর অপরাধে আন্তর্জাতিক বিচার আদালতে যে সেনাবাহিনীকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে সেই সেনাবাহিনীর জন্যই তাদের ভ‚মিতে স্থাপনা তৈরি করা হয়েছে। ‘প্রত্যাবাসন শুরু আমাদের অগ্রাধিকার’ বলে মিয়ানমার গত সপ্তাহে মানবাধিকার কাউন্সিলে যে বক্তব্য দিয়েছে তার জের ধরে অ্যান্ড্রুজ প্রশ্ন করেন, তবে যারা এক সময় কান কায়াতে বাস করতেন তাদের জন্য প্রত্যাবাসনের মানে কী হবে? তারা কীভাবে তাদের জন্মস্থানের অংশ হবেন যেখানে জায়গাটি সামরিক ঘাঁটিতে পরিণত হয়েছে? ২০১৭ সালের আগস্টে রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে গণহত্যা, ধর্ষণ ও অন্যান্য অপরাধ বিষয়ে মিয়ানমার সেনাবাহিনীর দুই দলত্যাগী সদস্যের স্বীকারোক্তি দেয়া ভিডিওটেপের উদ্ধৃতি দিয়ে তিনি মিয়ানমার সরকারকে আন্তর্জাতিক অপরাধ আদালত এবং মিয়ানমারবিষয়ক স্বাধীন তদন্ত ব্যবস্থাকে সহযোগিতা করার আহŸান জানান। ইউএনবি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিয়ানমার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ