মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইসরাইলের নোংরা হাত জেরুজালেমের পবিত্রতা ও গোপনীয়তা ধ্বংস করছে বলেও মন্তব্য করে এরদোগান বলেন, তিনটি ধর্মের পবিত্র স্থানের দিকে ক্রমেই ইসরাইল হিংসাত্মক হয়ে ওঠছে। গত আর্ধশতাব্দী ধরে ফিলিস্তিনের জনতা ইসরাইলেরর জবরদখলের বিরুদ্ধে প্রতিবাদ-প্রতিরোধ চালিয়ে আসছে।
বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের এমন কঠোর সমালোচনার মুখে অধিবেশন ছাড়তে বাধ্য হয়েছে ইসরাইলের একজন প্রতিনিধি। আগের রেকর্ড করা ভাষণে এরদোগান ইসরাইলকে ফিলিস্তিনের বিরুদ্ধে দখলদার, আগ্রাসী এ সন্ত্রাসী পলিসি গ্রহণ করেছে বলে মন্তব্য করেন। খবর আনাদুলো এজেন্সির।
১৯৬৭ সালের সীমান্ত চুক্তি অনুযায়ী একটি স্বাধীন-সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমেই সমস্যার সমাধান হবে বলেও মনে করেন তিনি। ফিলিস্তিনের সম্মতি ছাড়া কোন ধরণের চুক্তিকে সমর্থন দিবেন না বলেও জানান তিনি।
উল্লেখ্য, সম্প্রতি মধ্যপ্রাচ্যের সাথে ইসরাইলের সম্পর্ক বৃদ্ধির মধ্যেই এরদোগানের এ বক্তব্য নতুন করে উত্তেজনার সৃষ্টি করতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।