মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
প্রতিদিনই ইলিশ যাচ্ছে ভারতে। তবে এর বেশির ভাগ কলকাতার বাজারে পাওয়া যাচ্ছে। গেল এক সপ্তাহে বাংলাদেশ থেকে ভারতের পশ্চিমবঙ্গে ইলিশ গেছে ৫শ টনেরও বেশি। একে বাংলাদেশ সরকারের দুর্গা পূজার উপহার হিসেবেই দেখছেন পশ্চিমবঙ্গবাসী। তবে বাংলাদেশের মতো কলকাতায় ইলিশের দাম তত বেশি না। তবুও কিনতে পারছে সে দেশের মানুষ। তাদের বক্তব্য এতো টাকার ইলিশ খাই কি করে। অনেকে দেখেই মন জুড়াচ্ছেন। আবার কয়েকজনে মিলে একটা ইলিশও কিনতে দেখা গেছে।
পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বাজারগুলোতে এভাবেই থরে-থরে শোভা পাচ্ছে বাংলাদেশের পদ্মার রূপালি ইলিশ। দীর্ঘদিন পর আবারও এই ইলিশ পেয়ে কলকাতাসহ গোটা রাজ্যের বাঙালিরা খুশি থাকলেও, পদ্মার ইলিশের দাম নিয়ে বিরক্ত সাধারণ ক্রেতারা। তবুও, পকেটের দিকে তাকিয়েই বাজারের ব্যাগে ইলিশ পুরতে মরিয়া সবাই।
গেল ১৪ সেপ্টেম্বর রাতে বেনাপোল-পেট্টাপোল সীমান্ত দিয়ে ইলিশের প্রথম চালান প্রবেশ করে মমতার রাজ্যে। ২০ টন দিয়ে শুরু হলেও সপ্তাহজুড়ে প্রতিদিনই এসেছে এই ইলিশ। সবশেষ সোমবার রাতে এসেছে ৯০ টন।
ইলিশ আমদানীকারক প্রতিষ্ঠানের সূত্রমতে, ১৪৫০ টন ইলিশের মধ্যে এ পর্যন্ত এসেছে ৫১০ টন। বাকি ইলিশ ১০ অক্টোবরের মধ্যে পর্যায়ক্রমে পশ্চিমবঙ্গে পৌঁছাবে বলে জানা গেছে।
মূলত বাংলাদেশে মাছ ধরার পরিমাণের ওপর নির্ভর করে প্রতিদিনের চালান নির্ধারণ করা হচ্ছে বলে বাংলাদেশের রপ্তানিকারক সূত্রে জানা গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।