মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি প্রেসিডেন্ট পদপ্রার্থী ডেমোক্র্যাট সদস্য জো বাইডেনকে সমর্থন করে বলেছেন, ‘এখন যদি নির্বাচন অনুষ্ঠিত হতো, তবে আমরা úূর্ণমাত্রায় জয়লাভ করতাম।’ গেল সোমবার দ্য নিউ ইয়র্ক টাইম্সকে দেয়া এক বিশেষ সাক্ষাতকারে তিনি এ মন্তব্য করেন।
প্রেসিডেন্ট ট্রাম্প সম্পর্কে তিনি বলেন, ‘আমি মনে করি তিনি সময়ের এক অপচয়মাত্র। এই মুহূর্তে আমাদের নির্বাচন রয়েছে। মোদ্দা কথা হ’ল, তিনি যোগ্য নন, কারণ আমাদের একটি মহামারি রয়েছে এবং এ প্রশাসনকে বোঝানো যথেষ্ট কঠিন যে, মহামারিকে আমাদের ঠেকানো দরকার। তবে, নিষেধাজ্ঞা আরোপ করে সময় নষ্ট না করে আমাদের অন্ততপক্ষে পরীক্ষা-নিরীক্ষা, উৎস্য অনুসন্ধান, চিকিৎসা, মাস্ক, আইসোলেশন, স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। এটাই আমার মনে হয়।
ক্যালিফোর্নিয়ার প্রতিনিধিত্বকারী ডেমোক্র্যাটিক পার্টির মহিলা কংগ্রেস সদস্য পেলোসি হলেন মার্কিন ইতিহাসে একমাত্র মহিলা স্পিকার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বোচ্চ পদে নির্বাচিত মহিলা কর্মকর্তা। পাশাপাশি তিনি ক্যালিফোর্নিয়ার কংগ্রেসনাল প্রতিনিধি দলের ডিন। হাউস স্পিকার হিসাবে পেলোসি মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের ঠিক পরেই প্রেসিডেন্টের উত্তরসূরী পদে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন। ট্রাম্প নির্বাচনে জয়লাভ করলে তার সাথে কাজ করবেন কি না, সে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, আমি বলতে চাইছি যে, সে জিততে পারবে না।’ সূত্র : দ্য নিউ ইয়র্ক টাইম্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।