নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
অনিল কুম্বলে এবং রিকি পন্টিং। দুই কিংবদন্তি ক্রিকেটার এ বার কোচের ভূমিকায় মুখোমুখি। কুম্বলে কিংস ইলেভেন পাঞ্জাবের আর পন্টিং দিল্লি ক্যাপিটালসের। তাদের অনমনীয় মনোভাব খেলোয়াড়দের মধ্যে ছড়িয়ে পড়লে উত্তেজক লড়াই অপেক্ষা করছে। ভারতীয় দল থেকে সরে যাওয়ার পরে কুম্বলেকে ফের ডাগআউটে দেখা যাবে কোচ হিসেবে। তিনি এ বারের আইপিএলে একমাত্র ভারতীয় কোচ। আজ (রোববার) রাত আটটায় এই দুই কোচের দল দুবাইয়ে মুখোমুখি লড়াইয়ে নামবে।
ব্যাটিং: কাগজেকলমে সব চেয়ে গোলাবারুদসম্পন্ন টি-টোয়েন্টি ব্যাটিং রয়েছে প্রীতি জিনতার দলের। ক্রিস গেল এবং তার দেশের নিকোলাস পুরানের সঙ্গে দুরন্ত ফর্মে থাকা অস্ট্রেলীয় গ্লেন ম্যাক্সওয়েল। শুরুতে কে এল রাহুল, মায়াঙ্ক আগরওয়াল। ভারতীয়দের মধ্যে আছেন সরফরাজ খান। দিল্লি ক্যাপিটালসের হাতে সেরা ভারতীয় ব্যাটসম্যানেরা রয়েছে। পৃথ্বী শ, শিখর ধওয়ন, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ। ওয়েস্ট ইন্ডিজের বিগহিটার শিমরন হেটমায়ার আছেন। অজিঙ্ক রাহানের জায়গা হয় কি না, দেখার। অস্ট্রেলীয় মার্কাস স্টোইনিস বা অ্যালেক্স ক্যারিকে ফিনিশার হিসেবে ব্যবহার করতে পারে তারা।
বোলিং: কিংস ইলেভেন পাঞ্জাবের স্পিন বিভাগ আহামরি কিছু নয়। যা তাদের ভোগাতে পারে। আফগানিস্তানের মুজিব-উর-রহমান, ভারতীয় কৃষ্ণাপ্পা গৌতম, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলা রবি বিষ্ণোই আছেন। পেস বোলিংয়ে মহম্মদ শামির সঙ্গী ওয়েস্ট ইন্ডিজের সেই ‘নোটবুক’ উৎসব করে বিখ্যাত শেল্ডন কোট্রেল। বাংলার ঈশান পোড়েলকেও দেখা যেতে পারে। অন্য দিকে, আমিরশাহিতে যদি স্পিন ধরে, দিল্লির দুরন্ত স্পিন আক্রমণ তাদের তুরুপের তাস হয়ে উঠবে। অশ্বিন, লেগস্পিনার অমিত মিশ্র, বাঁ হাতি অক্ষর পটেল, নেপালের লেগস্পিনার সন্দীপ লামিছানে। বৈচিত্রও আছে। পেস বিভাগে আকর্ষণ কাগিসো রাবাডা, কিমো পল, ইশান্ত শর্মা।
সম্ভাব্য প্রথম একাদশ
কিংস ইলেভেন: কে এল রাহুল, ক্রিস গেল, মায়াঙ্ক আগরওয়াল, নিকোলাস পুরান, গ্লেন ম্যাক্সওয়েল, সরফরাজ খান/মনদীপ সিংহ, কে গৌতম, মুজিব-উর-রহমান, মহম্মদ শামি, ঈশান পোড়েল, রবি বিষ্ণোই।
দিল্লি ক্যাপিটালস: পৃথ্বী শ, শিখর ধওয়ন, শিমরন হেটমায়ার, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, মার্কাস স্টোইনিস/অ্যালেক্স ক্যারি, অক্ষর পটেল/অমিত মিশ্র, কিমো পল, অশ্বিন, রাবাডা, ইশান্ত শর্মা।
সাম্প্রতিক ফল: শেষ পাঁচ বারে চার বার জিতেছে পঞ্জাব। কিন্তু শেষ সাক্ষাতে জিতেছে দিল্লি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।