Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে শুরু হলো আগাম ভোট গ্রহণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০২০, ৩:৪৭ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে শুরু হলো আগাম ভোট গ্রহণ। স্থানীয় সময় শুক্রবার হতে যুক্তরাষ্ট্রের চার অঙ্গরাজ্য- মিনেসোটা, সাউথ ডাকেটা, ভার্জিনিয়া ও উমিংয়ে ভোটারদের ৩ নভেম্বরের মার্কিন নির্বাচনে আগাম ভোট দেয়ার অনুমতি দেয়া হয়েছে। -আনাদুলু এজেন্সি
আগাম ভোটের গুরুত্বের কারণে শুক্রবার মিনেসোটার পুল পরিদর্শনে যাওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ডেমোক্রেট প্রতিদ্বদ্বী জো বাইডেন। এই রাজ্যের পুলে এখন পর্যন্ত সাবেক ভাইস- প্রেসিডেন্ট বাইডেনই এগিয়ে রয়েছেন। এই চার রাজ্য ছাড়াও যুক্তরাষ্ট্রের বাকি রাজ্যগুলো ধীরে ধীরে আগাম ভোট দেয়ার সুবিধা উন্মুক্ত করবে। করোনা ভাইরাস মহামারীর কারণে এবার দেশটিতে রেকর্ড পরিমাণ ভোটার মেইল-ইন ভোট দিতে পারেন। বেশিরভাগ রাজ্যই ৩ নভেম্বর পর্যন্ত ব্যালট জমা দেয়ার শেষ সময় ঘোষণা করেছে। তবে আগাম ভোট পড়লেও নির্বাচনের দিনের পূর্ব পর্যন্ত বিজয়ী ঘোষণা করা হবে না। ৩ নভেম্বরের নির্বাচনে ৪৫দিন পূর্বে করা ই কোনো মিস্ট/ইউগভ এর পুলে দেখা গিয়েছে, বাইডেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ৯ শতাংশ এগিয়ে রয়েছেন। তিনি আরিজোনা, মিশিগান, পেনসেলভেনিয়া ও উইসকনসিনে ব্যাপকভাবে এগিয়ে রয়েছেন । তবে প্রেসিডেন্ট নির্বাচনের ব্যাটলগ্রাউন্ড রাজ্য হিসেবে খ্যাত ফ্লোরিডা ও নর্থ ক্যারোলি না য় তার অবস্থান নিম্ন গামী। ২০১৬ সালের নির্বাচনে এই দুই রাজ্যেই জয়ী হ য়েছেন ট্রাম্প। এই দুই রাজ্য সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার দুই বারের বিজয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলো ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভোট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ