Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

নাইজেরিয়ায় আল্লাহকে নিয়ে কটূক্তি করায় এক কিশোরের ১০ বছরের জেল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ৫:৩৬ পিএম

নাইজেরিয়ায় আল্লাহকে নিয়ে কটূক্তি করায় এক কিশোরের ১০ বছরের জেল হয়েছে। বন্ধুর সঙ্গে তর্কের সময় আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে দক্ষিণ নাইজেরিয়ায় ১৩ বছরের এক কিশোরকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির শরিয়াহ আদালত। -বিবিসি ও সিএনএন

ওমর ফারুক নামের ওই কিশোরকে উত্তর-পশ্চিম নাইজেরিয়ার কানো স্টেটের আদালত ব্লাসফেমি আইনে সাজা দিয়েছে। এই আদালত একই আইনে গত ১০ আগস্ট ইয়াহায়া শরীফ-আমিনু নামের আরেক ব্যক্তিকে গত ১০ আগস্ট মৃত্যুদণ্ডের সাজা দেয়। ফারুকের আইনজীবীর দাবি, এই সাজা নাইজেরিয়ায় সংবিধানের শিশু অধিকার রক্ষার পরিপন্থী। এদিকে ফারুকের গ্রেপ্তারের পর স্থানীয়রা বাড়িতে হামলা চালালে তার মা অন্য শহরে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। শিশুদের অধিকার রক্ষার সংগঠন ইউনিসেফ এই রায়ের সমালোচনা করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাইজেরিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ