মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন যুক্তরাষ্ট্রে একের পর এক প্রাকৃতিক দুর্যোগে স্থবির হয়ে পড়েছে জনজীবন। একদিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে জ্বলছে সে দেশের বিশাস একটি অংশ অন্যদিকে ঘুর্ণিঝড় স্যালি'র তাণ্ডবে বিপর্যস্ত আলাবামা ও ফ্লোরিডা। এর আগে লরার তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় অনেক অঞ্চল।
জানা যায়, বুধববার (১৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় ৪ টার দিকে ১৬৯ কিলোমিটার গতিবেগে আঘাত হানে এই গ্রীষ্মকালীন মৌসুমি ঝড়। ২ মাত্রার হ্যারিকেনে দেখা দিয়েছে বন্যা। হ্যারিকেনের তাণ্ডবে ভেঙ্গে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। এতে উপকূলীয় অঞ্চলের অনেকেই ঘরবন্দি হয়ে পড়েছেন।
স্থানীয় সূত্র মতে, প্রবল বাতস এবং ভারী বর্ষণে বিদ্যুৎ সংযোগ ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় ৫ লাখ ৫০ হাজার মানুষ অন্ধকারে রয়েছে।
শক্তিশালী হ্যারিকেন স্যালি’র আঘাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উপকূলীয় অঙ্গরাজ্য আলাবামা ও ফ্লোরিডা। দুই রাজ্যের সাড়ে পাঁচ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।
ন্যাশনাল হ্যারিকেন সেন্টার জানায়, মৌসুমি ঝড়ের কবলে ফ্লোরিডা এবং আলাবার দক্ষিণাঞ্চলের বিভিন্ন জায়গায় পানিতে তলিয়ে গেছে। ফ্লোরিডা কর্তৃপক্ষ বলছে, রাজ্যর বহু মানুষ ভয়াবহ দুর্ভোগে পড়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।