Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না কাতার

গাজায় ইসরাইলি হামলা ফিলিস্তিনে বিক্ষোভ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা ইসরাইলি-ফিলিস্তিনি দ্বন্দ্বের জবাব হতে পারে না বলে জানালেন এক কাতারি পররাষ্ট্র কর্মকর্তা। তিনি যোগ করেছেন, ইহুদি রাষ্ট্রটির সঙ্গে ক‚টনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠায় অন্য উপসাগরীয় আরব দেশগুলোর সঙ্গে যোগ দেবে না দোহা। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ললওয়াহ আল খাতের ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্ট বলে দিয়েছেন, ইসরাইলের সঙ্গে তার দেশ সম্পর্ক স্বাভাবিক করবে না। তিনি বলেছেন, ‘আমরা মনে করি না যে সম্পর্ক স্বাভাবিক করা হচ্ছে এই দ্বেদ্বর কেন্দ্রবিন্দু এবং এটা কোনও জবাব হতে পারে না।’ আল খাতের বলেছেন, ‘এই দ্বন্দ্বের মূল হচ্ছে ফিলিস্তিনিদের শোচনীয় অবস্থা যেখানে তাদের জীবনমান সবক্ষেত্রে নিচের দিকে। তাদের কোনও দেশ নেই, তারা বাস করছে দখলদারিত্বের অধীনে।’ খবরে বলা হয়, উপসাগরীয় দুটি আরব দেশের সঙ্গে ইসরাইলে আনুষ্ঠানিক শান্তিু চুক্তির পরদিন ভোররাতেই ফিলিস্তিনের গাজা ভ‚খন্ডের বিমান হামলা চালিয়েছে ইসরাইল। ওই শান্তি চুক্তিকে ‘নতুন মধ্যপ্রাচ্যের স‚র্যোদয়’ বলে প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গাজার কট্টরপন্থিরা ইসরাইলে একটি রকেট ছোড়ার পাল্টা পদক্ষেপ হিসেবে অবরুদ্ধ ফিলিস্তিনি ভুখন্ডটিতে হামলা চালায় ইসরাইলি জঙ্গি বিমানগুলো। ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, বুধবার ভোররাতে ফিলিস্তিনের ইসলামপন্থি রাজনৈতিক গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় তারা প্রায় ১০টি বিমান হামলা চালিয়েছে। এ সময় গাজা থেকে সীমান্তবর্তী ইসরাইলি বসতিগুলো লক্ষ্য করে ১৫টি রকেট ছোড়া হয় বলে অভিযোগ করেছে তারা। ভোরের আগে ইসরাইলের এই এলাকাগুলোতে সতর্কতা সাইরেনের আওয়াজ শোনা গেছে বলে রয়টার্স জানিয়েছে। ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, বুধবার তারা তাদের ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী সিস্টেম আয়রন ডোম দিয়ে আটটি রকেট প্রতিহত করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, গাজার যেসব লক্ষ্যে হামলা চালানো হয়েছে তার মধ্যে একটি অস্ত্র ও বিস্ফোরক তৈরির কারখানা এবং রকেট পরীক্ষা ও প্রশিক্ষণের জন্য হামাসের ব্যবহৃত একটি কম্পাউন্ড রয়েছে। অপরদিকে গাজার ইসলামিক জিহাদ গোষ্ঠী জানিয়েছে, ইসরাইলি বিমান হামলার জবাবে ‘প্রতিরোধ শক্তির’ পক্ষ থেকে ইসরাইলে দিকে একযোগে বহু রকেট নিক্ষেপ করা হয়েছে। গাজা ও ইসরাইলে অধিকৃত পশ্চিম তীর নিয়ে ফিলিস্তিনিরা একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইলের সঙ্গে উপসাগরীয় দুটি আরব দেশ শান্তি চুক্তি স্বাক্ষর করার মধ্য দিয়ে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে মনে করছে তারা। এদিকে, হোয়াইট হাউজে মঙ্গলবার দুপুরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বাহরাইন ও আমিরাতের দুই পররাষ্ট্রমন্ত্রী ওই চুক্তি সইয়ের পর শত শত ফিলিস্তিনির বিক্ষোভে সরগরম হয়ে ওঠে দখলকৃত পশ্চিম তীর ও গাজা উপত্যকা। ইসরাইলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনাও ঘটেছে। হাতে ফিলিস্তিনি পতাকা ও করোনা প্রতিরোধে ফেস মাস্ক পরে গাজা ও পশ্চিম তীরের শহর নাবলুস ও হেবরনে বিক্ষোভকারীরা মিছিল করেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) সদর দপ্তর রামাল্লাহতেও বিক্ষোভে অংশ নেন অনেকে। কারও কারও হাতে ব্যানার ছিল, যাতে লেখা ‘বিশ্বাসঘাতকতা’, ‘দখলদারের সঙ্গে কোনোভাবে সম্পর্ক স্বাভাবিক নয়’ এবং ‘লজ্জার চুক্তি’। গাজার ফিলিস্তিনি বিক্ষোভকারী এমাদ এসা বলেছেন, যদি কেউ উপক‚লীয় ছিটমহল দিয়ে হেঁটে যায় ‘তাহলে শতশত গাজান যুবককে দেখতে পাবেন যারা ইসরাইলি অবরোধের প্রতিবাদ করতে গিয়ে পা হারিয়েছে এবং আজীবনের জন্য খোঁড়া হয়ে গেছে।’ আল-জাজিরা।

 



 

Show all comments
  • Nannu chowhan ১৭ সেপ্টেম্বর, ২০২০, ১১:৪৭ এএম says : 0
    Qatar palestiner mosolmander proti je vartitto bodh antorikota prokash korese iha shokol muslim shashokder palestiner proti shohanuvuti o vartittobodher onpreona jagai eai kamona kori
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসরাইল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ